সস্তায় স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনা বিএসএনএলের

Updated By: Oct 6, 2017, 02:40 PM IST
সস্তায় স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনা বিএসএনএলের

ব্যুরো: কথাবার্তা চলছে। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আম আদমির হাতে ২,৫০০ টাকার স্মার্টফোন তুলে দিতে চলেছে রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল। দ্য হিন্দু পত্রিকার খবর অনুযায়ী, ভারত সঞ্চার নিগম লিমিটেড নাকি ইতিমধ্যেই মাইক্রোম্যাক্স এবং লাভা'র সঙ্গে কথা বার্তা চালিয়েছে। স্বদেশীয় এই দুই মোবাইল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে পাকাপাকি চুক্তি হলেই বিএসএনএল-'কানেক্টিং ইন্ডিয়া' ভারতের বাজারে নিয়ে আসবে ২,৫০০ টাকার স্মার্টফোন। যদিও বিএসএনএলের হায়দরাবাদের প্রিন্সিপল জেনারেল ম্যানেজার কে রামচন্দ জানিয়েছেন, এখনও পর্যন্ত স্মার্টফোনের দাম নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই স্মার্টফোনটি যে আম আদমির হাতের নাগালেই থাকবে, সেবিষয়ে আশ্বাস দিয়েছেন কে রামচন্দ। 

আরও পড়ুন- নয়া শর্তে বিভ্রান্তিতে জিও'র গ্রাহক মহল

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল, 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পেও স্বদেশী দুই মোবাইল প্রস্তুতকারক সংস্থা মাইক্রোম্যাক্স এবং লাভা'কে নিযুক্ত করতে চাইছে।    

.