ফেসবুকের নতুন ফিচার্স আপনাকে চমকে দেবেই!

ফেসবুকের নতুন ভার্সনে এবার আপনি অফলাইনে দেখার জন্য ভিডিও সেভ করে রাখতে পারবেন। এতদিন এই ফিচার্সটি ফেসবুকে যোগ হওয়ার কথা চলছিল। কিন্তু এবার থেকে এই ফিচার্স আপনি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে ফেসবুক। তবে এই ফিচার্স শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই। ভিডিওগুলি অ্যাপের মধ্যেই সেভ করার অপশনে সেভ করতে পারবেন।

Updated By: Jul 18, 2016, 05:09 PM IST
ফেসবুকের নতুন ফিচার্স আপনাকে চমকে দেবেই!

ওয়েব ডেস্ক: ফেসবুকের নতুন ভার্সনে এবার আপনি অফলাইনে দেখার জন্য ভিডিও সেভ করে রাখতে পারবেন। এতদিন এই ফিচার্সটি ফেসবুকে যোগ হওয়ার কথা চলছিল। কিন্তু এবার থেকে এই ফিচার্স আপনি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে ফেসবুক। তবে এই ফিচার্স শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই। ভিডিওগুলি অ্যাপের মধ্যেই সেভ করার অপশনে সেভ করতে পারবেন।

আরও পড়ুন ATM থেকে জাল নোট বেরল! জানুন তখন কী করবেন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফেসবুক 'save video' নামে একটি অপশন চালু করেছে। সেখানেই ভিডিওগুলি সেভ হবে। এবং এই অপশন থেকেই আপনি অনলাইন থাকাকালীন যতবার খুশি ভিডিওগুলি দেখতে পারবেন। এমনকি ডিলিটও করতে পারবেন।

আরও পড়ুন এবার মোবাইলের নতুন কানেকশনের জন্য ঠিকানার প্রমাণপত্র হিসেবে দিতে পারবেন আরও সহজ জিনিস!

.