‘ফেস আনলক’ ফিচার নিয়ে এল ‘Honor View 10’

বৃহস্পতিবার চিনা টেকনোলজি জায়ান্ট হুয়েই-র ব্র্যান্ড ‘অনর’ ঘোষণা করল যে তারা তাদের নতুন স্মার্টফোন ‘ভিউ-১০’-এ নতুন ফিচার ফেস আনলক নিয়ে আসছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ জানুয়ারি ‘অনর ভিউ ১০’ ফোন পাওয়া যাবে। তবে, ‘অনর ভিউ ১০’-এর এই ফিচার ব্যবহার করার জন্য আপনাকে ফোন সেটিংসে গিয়ে কিছু পরিবর্তন করতে হবে। কী করতে হবে?

Updated By: Jan 19, 2018, 07:35 PM IST
‘ফেস আনলক’ ফিচার নিয়ে এল ‘Honor View 10’

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার চিনা টেকনোলজি জায়ান্ট হুয়েই-র ব্র্যান্ড ‘অনর’ ঘোষণা করল যে তারা তাদের নতুন স্মার্টফোন ‘ভিউ-১০’-এ নতুন ফিচার ফেস আনলক নিয়ে আসছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ জানুয়ারি ‘অনর ভিউ ১০’ ফোন পাওয়া যাবে। তবে, ‘অনর ভিউ ১০’-এর এই ফিচার ব্যবহার করার জন্য আপনাকে ফোন সেটিংসে গিয়ে কিছু পরিবর্তন করতে হবে। কী করতে হবে?

আরও পড়ুন : ম্যাজিক অফার! ৩ হাজার ৩০০ টাকা ক্যাশব্যাক আইডিয়ার

‘অনর ভিউ ১০’ ফোনের ফেস আনলক ফিচার ব্যবহার করার জন্য ফোনের সেটিংস মেনুতে গিয়ে ফেস রেকগনাজেশনে আপনার ফেস রেজিস্টার করতে হবে।
6 জিবি RAM, ১২৮ জিবি অন বোর্ড মেমরিতে পেয়ে যাবেন ‘অনর ভিউ ১০’। ফোনটির দাম হতে পারে ২৯ হাজার ৯৯৯ টাকা বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

আরও পড়ুন : এবার অনলাইনে পাওয়া যাবে ‘পতঞ্জলি’-র পণ্য

.