ফেড, কলর ও পোস্ট নোটিফিকেশন নিয়ে এল ইন্সটাগ্রাম

দুটি নতুন ফটো-এডিটিং টুল নিয়ে এল ইন্সটাগ্রাম। ফেড ও কলর নামক এই দুটি টুলের পাশাপাশি পোস্ট নোটিফিকেশন ফিচার নিয়ে এসেছে ইন্সটাগ্রাম। যখন ইউজারদের পছন্দের অ্যাকাউন্ট থেকে কোনও নতুন আপডেট পোস্ট করা হবে তখন এই ফিচারের মাধ্যমে নোটিফিকেশন পাবেন তারা।

Updated By: Apr 8, 2015, 09:16 PM IST
ফেড, কলর ও পোস্ট নোটিফিকেশন নিয়ে এল ইন্সটাগ্রাম

ওয়েব ডেস্ক: দুটি নতুন ফটো-এডিটিং টুল নিয়ে এল ইন্সটাগ্রাম। ফেড ও কলর নামক এই দুটি টুলের পাশাপাশি পোস্ট নোটিফিকেশন ফিচার নিয়ে এসেছে ইন্সটাগ্রাম। যখন ইউজারদের পছন্দের অ্যাকাউন্ট থেকে কোনও নতুন আপডেট পোস্ট করা হবে তখন এই ফিচারের মাধ্যমে নোটিফিকেশন পাবেন তারা।

টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, ফেড টুলের সাহায্যে যেখানে ছবি থেকে রঙ কমিয়ে মিউট এফেক্ট দিতে পারবেন ইউজাররা, কলর টুলের সাহায্যে হাইলাইট ও ছায়ার টোনে সামঞ্জস্য আনা যাবে। অ্যান্ড্রয়েড(৬.১৯.০ ভার্সন) ফোনে এর মধ্যেই ব্যবহার করা যাচ্ছে এই নতুন দুটি টুল। আশা করা হচ্ছে আইওএস অ্যাপও নতুন কিছু ফিচার নিয়ে আসবে।

অন্যদিকে, পোস্ট নোটিফিকেশন ব্যবহার করা যাবে আইওএস ও অ্যান্ড্রয়েড দুটিতেই। পাওয়া যাবে অ্যাপল ওয়াচ অ্যাপেও।

 

.