১২ ঘণ্টা একটানা কথা বলা যাবে জিও ফোনে, জানাল রিলায়েন্স

Updated By: Aug 24, 2017, 01:39 PM IST
১২ ঘণ্টা একটানা কথা বলা যাবে জিও ফোনে, জানাল রিলায়েন্স

ওয়েব ডেস্ক: প্রি বুকিংয়ের দিনেই জিও ফোনের ফিচার্স জানাল মুকেশ আম্বানির রিলায়েন্স। ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, ২০০০mAh ব্যাটারি সহ আরও আকর্ষণীয় ফিচার্সের কথা জানিয়েছে রিলায়েন্স জিও। উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী জিও ২জি ফোন 'ফ্রি' হলেও প্রি বুকিংয়ের সময় উপভোক্তাদের প্রাথমিকভাবে জমা করাতে হবে ১৫০০ টাকা। 'এনডিটিভি'-এর প্রতিবেদন অনুযায়ী মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ফোনে রয়েছে অত্যাধুনিক স্প্রেডট্রাম ডুয়াল-কোর প্রসেসর। এছড়াও ব্যবস্থা রয়েছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও। 

আজ বিকেল ৫.৩০ টা থেকেই শুরু হবে জিও ফোনের প্রি বুকিং। বুক করার আগে আরও একবার জেনে নিন জিও ফোনের ফিচার্স: 

- সিঙ্গল ন্যানো সিম
- ২.৪ ইঞ্চি ডিসপ্লে 
- ১.২GHz স্প্রেডট্রাম ডুয়াল-কোর প্রসেসর
- ৫১২ এমবি RAM
- ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
- মাইক্রো এসডি কার্ড সাপোর্ট (১২৮ জিবি পর্যন্ত) 
- ব্লু টুথ
- ওয়াই ফাই
- এফ এম রেডিও
- জিপিএস
- ইউএসবি ২.০ 
- ডুয়াল ক্যামেরা (২ মেগাপিক্সলে, ভিজিএ 'সেলফি' ক্যাম)

উল্লেখ্য, এই জিও ফোন দিয়ে খুব সহজেই চালানো যাবে টেলিভিশনও। আর এই পরিষেবা পেতে গ্রাহককে যেতে হবে মাই জিও অ্যাপে (MyJioApp)। বাংলা, হিন্দি, ইংরাজি, সহ মোট ২২টি ভারতীয় ভাষা জিও ফোনে থাকবে, এমনই খবর সূত্রের। 

 

.