সতর্ক হোন, এই শর্ত মানলেই তবেই তিন বছর পর ১৫০০ টাকা ফেরত দেবে Jio

Updated By: Aug 17, 2017, 03:54 PM IST
সতর্ক হোন, এই শর্ত মানলেই তবেই তিন বছর পর ১৫০০ টাকা ফেরত দেবে Jio

ওয়েব ডেস্ক: যেদিন জিও ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন, সেদিনই মুকেশ অম্বানি ঘোষণা করেছিলেন ফোন ফেরত্ দিলেই দেড় হাজার টাকা রিফান্ড করা হবে। কিন্তু এর মধ্যে শর্তও লুকিয়ে রয়েছে।

কিন্তু যাঁরা ফোন নেবেন, তাঁরা প্রত্যেককেই কি এই ১৫০০ টাকা ফেরত পাবেন? জিও-র পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, ১৫০০ টাকা ফেরত পাওয়ার প্রাথমিক শর্তই হল, জিওফোনটি ফেরত দিতে হবে।  একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফোন ফিরিয়ে দিলেই যে টাকা ফেরত পাওয়া যাবে, তার নিশ্চয়তা নেই। কারণ, ফোনটি কী অবস্থায় রয়েছে, সেটি খতিয়ে দেখার পরেই গ্রাহককে টাকা ফেরত দেওয়া হবে।

সেক্ষেত্রে এই বিষয়গুলি দেখা হবে..

ফোনের স্ক্রিন বা অন্য কোনও অংশ যদি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা

ক্ষতিগ্রস্ত হলে সংস্থা আর টাকা ফেরত দেবে না

অর্থাৎ ফোনের অবস্থা ঠিক থাকলে তবেই ফেরত পাওয়া যাবে ১৫০০ টাকা

সুতরাং অতিউল্লাসের কোনও প্রয়োজন নেই, ফোন হাতে পেলে যত্ন সহকারে ব্যবহার করুন, তা না হলে টাকা ফেরত্ পাবেন না।

.