এমএনপি বিধিতে পরিবর্তন করতে চলেছে ট্রাই

মোবাইল নম্বর পোর্টি করার প্রক্রিয়া আরও সহজ করতে ভাবনা চিন্তা শুরু করল ট্রাই। বর্তমানে মোবাইল নম্বর পোর্ট করতে অন্তত এক মাস লাগে। সেই সময় কী ভাবে কমানো যায় তার রূপরেখা ঠিক করে চলতি মাসের শেষে নির্দেশিকা জারি করতে পারে সংস্থাটি।

Updated By: Mar 18, 2018, 05:49 PM IST
এমএনপি বিধিতে পরিবর্তন করতে চলেছে ট্রাই

ওয়েব ডেস্ক: মোবাইল নম্বর পোর্টি করার প্রক্রিয়া আরও সহজ করতে ভাবনা চিন্তা শুরু করল ট্রাই। বর্তমানে মোবাইল নম্বর পোর্ট করতে অন্তত এক মাস লাগে। সেই সময় কী ভাবে কমানো যায় তার রূপরেখা ঠিক করে চলতি মাসের শেষে নির্দেশিকা জারি করতে পারে সংস্থাটি।

আরও পড়ুন - মহাকাশের কিনার থেকে মেরুপ্রভার ছবি তুলে আনলেন মার্কিন বৈমানিক

এমএনপি-র মাধ্যমে মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে পরিষেবা প্রদানকারী সংস্থা পরিবর্তন করতে পারেন গ্রাহকরা। ট্রাইয়ের চেয়ারম্যান আরএস শর্মা জানিয়েছেন, আমরা এমএনপি প্রক্রিয়া দ্রুত শেষ করতে নির্দেশিকা জারি করতে চলেছি। প্রক্রিয়ার বেশ কয়েকটি অংশে বদল এনে আমরা সময় কমাতে চাই। চলতি মাসের শেষেই লাগু হবে এই নতুন বিধি
বলে রাখি, সম্প্রতি এমএনপির দর ৭৯ শতাংশ হ্রাস করে ট্রাই। বর্তমানে এমএনপির জন্য সর্বোচ্চ ৪ টাকা নিতে পারে পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি।  

.