রেস্তোরাঁয় খাবারের অর্ডার নিচ্ছে, পরিবেশন করছে রোবট! দেখুন ভিডিয়ো...

কণ্ঠস্বর পরিচালিত ব্যবস্থার (ভয়েস অপারেটেড সিস্টেম) মাধ্যমে রেস্তোরাঁর অতিথিদের নানা ভাষায় স্বাগত জানাচ্ছে এই রোবট।

Updated By: Oct 17, 2019, 10:56 AM IST
রেস্তোরাঁয় খাবারের অর্ডার নিচ্ছে, পরিবেশন করছে রোবট! দেখুন ভিডিয়ো...
ছবি: এএনআই।

নিজস্ব প্রতিবেদন: রেস্তোরাঁয় খাবারের অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার পরিবেশন করা— সবটাই করছে দু’টি রোবট! নাম চম্পা আর চামেলী। রেস্তোরাঁয় আসা খদ্দেরকে স্বাগত জানাচ্ছে এই দুই রোবট। আর রোবটকে খাবারের অর্ডার দিতে আর তার হাত থেকে খাবার নিতে রেস্তোরাঁয় ভিড় করছেন অনেকে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এমন অভিনব উদ্যোগ নিয়েছে ওড়িশার ভুবনেশ্বরের একটি রেস্তোরাঁ। জানা গিয়েছে, রেস্তোরাঁর দুই রোবট কর্মী চম্পা আর চামেলী যে কোনও ভাষায় কথা বলতে পারে। কণ্ঠস্বর পরিচালিত ব্যবস্থার (ভয়েস অপারেটেড সিস্টেম) মাধ্যমে রেস্তোরাঁর অতিথিদের নানা ভাষায় স্বাগত জানাবে এই দুই রোবট।

আরও পড়ুন: ১৪ বছর পর ইলেকট্রিক স্কুটার হিসাবে বাজারে ফিরল Bajaj-এর চেতক

রেস্তোরাঁর এই রোবোটিক পরিষেবার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদ সংস্থা এএনআই তাদের টুইটার হ্যান্ডেলেও পোস্ট করেছে ভিডিয়োটি। এক নদরে দেখে নিন সেই ভিডিয়ো...

রেস্তোরাঁর মালিক এএনআইকে জানান, কোনও ট্র্যাকে নয়, রাডার নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই দু’টি রোবট এক টেবিল থেকে অন্য টেবিলে গিয়ে খাবারের অর্ডার নেবে বা খাবার পৌঁছে দেবে।

.