ডাচ প্রহরী ক্রুলের সৌজন্যে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি লুই ভানের দল

বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে কোস্টা রিকাকে হারিয়ে দেয় লুই ভান গালের দল। টাইব্রেকারে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। পেনাল্টি শুটআউটে কোস্টা রিকাকে চার-তিন গোলে হারিয়ে দেয় ডাচ দল। সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে নেদারল্যান্ডস।

Updated By: Jul 6, 2014, 09:57 AM IST

বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে কোস্টা রিকাকে হারিয়ে দেয় লুই ভান গালের দল। টাইব্রেকারে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। পেনাল্টি শুটআউটে কোস্টা রিকাকে চার-তিন গোলে হারিয়ে দেয় ডাচ দল। সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে নেদারল্যান্ডস।

বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে চমক দিলেন গোলরক্ষকরা। ম্যাচ চলাকালীন যদি কোস্টা রিকার গোলরক্ষক নাভাস নায়ক হয়ে থাকেন, তাহলে টাইব্রেকারে পার্থক্য গড়ে দিলেন টিম ক্রুল। একশো কুড়ি মিনিট বেঞ্চে বসে থাকার পর টাইব্রেকারে পরিবর্ত গোলরক্ষক হিসাবে মাঠে নেমে নেদারল্যান্ডসকে সেমিফাইনালে পৌছে দিলেন তিনি। ম্যাচ শুরু হওয়া মাত্রই কোস্টা রিকার গোলে একের পর এক আক্রমণের ঝড় তোলেন ডাচ ফুটবলাররা। একাধিক গোলের সুযোগ তৈরি করলে তা গোলে পরিণত করতে ব্যর্থ হন রবেন, ভ্যান পার্সিরা। কোস্টা রিকা গোলরক্ষক নাভাসকে টপকাতে পারেননি নেদারল্যান্ডস ফুটবলাররা। একশো কুড়ি মিনিট গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এখানেই বাজিমাত করেন নেদারল্যান্ডস কোচ লুই ভান গাল। টিম ক্রুলকে নামিয়ে মাস্টার স্ট্রোক দেন তিনি। কোস্টা রিকার রুইজ এবং উরেনার মারা পেনাল্টি বাঁচিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসকে পৌছে দেন ক্রুল। সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে নেদারল্যান্ডস।

.