তিন দুর্ঘটনায় চিনে হত ৫৬

চিনে তিনটি পৃথক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ছাপ্পান্ন জন। মৃতদের বেশিরভাগই কলেজছাত্র।

Updated By: Oct 8, 2011, 03:34 PM IST

চিনে তিনটি পৃথক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ছাপ্পান্ন জন। মৃতদের বেশিরভাগই কলেজছাত্র। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার বিকেল চারটে নাগাদ তিয়ানজিন শহরের এক্সপ্রেসওয়েতে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে। যাত্রী বোঝাই একটি বাস একটি ট্যাক্সিতে ধাক্কা মেরে উল্টে যায়। বাসের পঞ্চান্নজন যাত্রীর মধ্যে পঁয়তিরিশজনের মৃত্যু হয়েছে। তাঁদের বেশিরভাগই ছাত্র। তাঁরা সাতদিনের ছুটিতে তিয়ানজিনের বন্দর দেখে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। বাস উল্টে আহত হয়েছেন উনিশজন। হাসপাতালে তাঁদের চিকিত্সা চলছে। অন্যদিকে, আনহুই প্রদেশে ঘন কুয়াশার জেরে পথদুর্ঘটনায় দশজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটেছে হেনান প্রদেশেও। সেখানে একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই এগারোজনের মৃত্যু হয়। চিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর পথদুর্ঘটনায় প্রায় পঁয়ষট্টি হাজার মানুয়ের মৃত্যু হয়েছে। আহত হন দুলক্ষ চুয়ান্ন হাজার মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে সংখ্যাটা আরও বেশি। তাদের হিসেবে চিনে প্রতি বছর পথদুর্ঘটনায় প্রায় এক লক্ষ মানুষের মৃত্যু হয়। প্রতি বছর আহত হন প্রায় পাঁচ লক্ষ মানুষ।

.