ঋষির পরে লিজ, বরিসের পদে নতুন দাবিদার ১১

লিজ নিজে প্রার্থী হওয়ার কথা জানানোর পরেই এই পদে প্রার্থীর সংখ্যা বেড়ে হয় ১১। এমপি রেহমান চিশতীও তার নিজের প্রার্থীপদের ঘোষণা করেছেন। নতুন টোরি নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত বরিস তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন।

Updated By: Jul 11, 2022, 09:29 AM IST
ঋষির পরে লিজ, বরিসের পদে নতুন দাবিদার ১১

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী পদের নতুন দাবিদার। বরিস জনসনের ছেড়ে যাওয়া আসনে বসার জন্য চেষ্টা শুরু করলেন ব্রিটেনের বিদেশমন্ত্রী লিজ ট্রাস। কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে তুলে ধরার জন্য প্রচার শুরু করেছেন তিনি। 

স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে পার্টির নেতা হিসেবে ৪৬ বছরের ট্রাসের বিপুল গ্রহণযোগ্যতা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ব্রিটিশ বিদেশ সচিব লিজ ট্রাস লন্ডনে ফিরে আসার জন্য ইন্দোনেশিয়ায় একটি জি২০ বৈঠকে তার সফরে কাটছাঁট করেন।

লিজ নিজে প্রার্থী হওয়ার কথা জানানোর পরেই এই পদে প্রার্থীর সংখ্যা বেড়ে হয় ১১। এমপি রেহমান চিশতীও তার নিজের প্রার্থীপদের ঘোষণা করেছেন। নতুন টোরি নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত বরিস তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন।

আরও পড়ুন: Shinzo Abe: আবের মৃত্যুর পরেও নির্বাচনে বিপুল জয় এলডিপি-র

প্রাক্তন ডেপুটি চিফ হুইপ ক্রিস্টোফার পিনচার সংক্রান্ত সাম্প্রতিক কেলেঙ্কারির পরে ব্রিটেনের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ এবং এক্সচেকারের চ্যান্সেলর ঋষি সুনকের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সহ প্রায় ৩০ জন ব্রিটিশ সরকারি কর্মকর্তা তাদের পদত্যাগ জমা দেন।

মোট ৫৮ জন মন্ত্রী সরকার থেকে পদত্যাগ করেন। এরফলে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। জনসনের ঘনিষ্ঠ সহযোগীদের একজন, ট্রেজারি প্রধান নাদিম জাহাউই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করেন। এরপরেই পদত্যাগে সম্মত হন বরিস।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.