ঢাকায় হামলা

ঢাকার কূটনৈতিক এলাকা গুলশনে কাফেতে বন্দুকবাজের হামলা।  পণবন্দি করে রাখা হয়েছে কমপক্ষে কুড়িজন বিদেশি নাগরিককে।  হামলায় নিহত হয়েছেন বনানীর ওসি সালাউদ্দিন আহমেদ। সাধারণ নাগরিক ও পুলিস সহ কমপক্ষে তিরিশজন জখম হয়েছেন বলে খবর।

Updated By: Jul 2, 2016, 12:16 AM IST
ঢাকায় হামলা

ওয়েব ডেস্ক: ঢাকার কূটনৈতিক এলাকা গুলশনে কাফেতে বন্দুকবাজের হামলা।  পণবন্দি করে রাখা হয়েছে কমপক্ষে কুড়িজন বিদেশি নাগরিককে।  হামলায় নিহত হয়েছেন বনানীর ওসি সালাউদ্দিন আহমেদ। সাধারণ নাগরিক ও পুলিস সহ কমপক্ষে তিরিশজন জখম হয়েছেন বলে খবর।

বাংলাদেশে ফের এক পুরোহিতকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা

ঢাকার অধিকাংশ বিদেশি দূতাবাসই এই গুলশনে রয়েছে। আজ সন্ধেয় হঠাতই অস্ত্র নিয়ে আট দশ জন যুবক হোলি অর্টিজান বেকারি নামে ওই কাফেতে ঢুকে পড়ে। পর পর গ্রেনেড বিস্ফোরণ ঘটায় তারা। শুরু হয় গুলি বৃষ্টি। পুলিস এবং বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিন বা র‍্যাব গোটা এলাকা ঘিরে ফেলেছে। হামলাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে পণবন্দিদের মুক্ত করতে চাইছেন তাঁরা।

.