জার্মানিতে জন্মালো ইউরোপের সবচেয়ে ভারী কন্যা শিশু

জন্মেই একটু অন্যরকম রেকর্ড গড়ে ফেলল জার্মানির সদ্যোজাত জাসলিন। জন্মের পর ডাক্তাররা জাসলিনের ওজন মাপতেই অবাক হয়ে গেলেন। জার্মানির সেই সদ্যোজাতর ওজন ১৩.৪৭ পাউন্ড ( ৬ কিলো)। কন্যা শিশু জাসলিন ২২.৬ ইঞ্চি লম্বা। জাসলিনই এখন `সিজার` ছাড়া জন্মানো বিশ্বের সবচেয়ে ভারী কন্যা শিশু। জেসলিন এবং তাঁর মা এখন বেশ ভালই আছে।

Updated By: Jul 31, 2013, 10:04 AM IST

জন্মেই একটু অন্যরকম রেকর্ড গড়ে ফেলল জার্মানির সদ্যোজাত জাসলিন। জন্মের পর ডাক্তাররা জাসলিনের ওজন মাপতেই অবাক হয়ে গেলেন। জার্মানির সেই সদ্যোজাতর ওজন ১৩.৪৭ পাউন্ড ( ৬ কিলো)। কন্যা শিশু জাসলিন ২২.৬ ইঞ্চি লম্বা। জাসলিনই এখন `সিজার` ছাড়া জন্মানো বিশ্বের সবচেয়ে ভারী কন্যা শিশু। জেসলিন এবং তাঁর মা এখন বেশ ভালই আছে।
জেসলিন এখন জার্মানির সবচেয়ে ভারী আর লম্বা সদ্যোজাত। ইউরোপে
গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে ভারী শিশুর রেকর্ড কানাডার আনা বেটিসের। ১৮৭৯ সালে জন্মানোর সময় বেটিসের ওজন ছিল ২৩ পাউন্ড। সেই রেকর্ড এখনও অক্ষত।

Tags:
.