বাংলাদেশের ভোট ভবিষ্যতে অনিশ্চয়তা, বিএনপির ডাকা অবরোধে মৃত আরও ৭

বাংলাদেশ সরকারের সঙ্কট আরও বাড়ল। সরকারের সহযোগী জাতীয় পার্টি ভোট বয়কটের ডাক দেওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে নির্বাচনের ভবিষ্যত্‍। সরকারের তরফে বিরোধী বিএনপির সঙ্গে সমঝোতায় পৌছনোর চেষ্টা চলছিল। সমঝোতার সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে বিএনপি। নির্দলীয় তদারকি সরকারের অধীনে ভোটের দাবি মানা না হলে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বিরোধী জোট। বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে আজও মারা গেছেন ৭ জন।

Updated By: Dec 3, 2013, 09:38 PM IST

বাংলাদেশ সরকারের সঙ্কট আরও বাড়ল। সরকারের সহযোগী জাতীয় পার্টি ভোট বয়কটের ডাক দেওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে নির্বাচনের ভবিষ্যত্‍। সরকারের তরফে বিরোধী বিএনপির সঙ্গে সমঝোতায় পৌছনোর চেষ্টা চলছিল। সমঝোতার সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে বিএনপি। নির্দলীয় তদারকি সরকারের অধীনে ভোটের দাবি মানা না হলে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বিরোধী জোট। বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে আজও মারা গেছেন ৭ জন।

বাংলাদেশ সরকারের সঙ্গে বিরোধী বিএনপির সংঘাতের জেরে সঙ্কট বাড়ছিল। সেই সঙ্কট আরও বাড়ল সরকারের সঙ্গী জাতীয় পার্টি নেতা হুসেইন মহম্মদ এরশাদ বেঁকে বসায়। বিরোধীদের সুরে সুর মিলিয়ে সরকারের সহযোগী দল জানিয়ে দিয়েছে দেশে নির্বাচন করার মতো উপযুক্ত পরিস্থিতি নেই। ফলে ভোট থেকে সরে দাঁড়াচ্ছে তারা। সোমবার নিজেই মনোনয়ন জমা দিয়েছিলেন মহম্মদ এরশাদ। তারপরেও শরিকদলের এই খামখেয়ালিপনা অস্বস্তি বাড়িয়েছে সরকারের। তবে এরশাদের সঙ্গে সমঝোতা নিয়ে আশা ছাড়েনি সরকারপক্ষ।

৫ জানুয়ারি দেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা হলেও দুই দলের সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তাতে সময় ফুরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার কাজি রকিবউদ্দিন আহমেদ।

বিএনপি সঙ্গে বিরোধ মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেও বেগম খালেদা জিয়া যে সে পথে হাঁটবেন তা আবারও স্পষ্ট হয়ে গেছে। নির্দলীয় সরকার গঠন করে নির্বাচন পরিচালনা না করলে সমঝোতার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিএনপি। বিএনপির এই অনড় মনোভাবের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই শিবিরের এই তরজার মধ্যে বিএনপির অবরোধ কর্মসূচিতে মঙ্গলবারও হিংসার আগুনেড়েছে দেশের বিভিন্ন এলাকা। মারা গেছেন বেশকয়েকজন।

.