পাকিস্তানের বালুচিস্তানে মসজিদে বিস্ফোরণ, মৃত ৫

শুক্রবার টাইম বোমা বিস্ফোরণ। 

Updated By: Aug 16, 2019, 06:23 PM IST
পাকিস্তানের বালুচিস্তানে মসজিদে বিস্ফোরণ, মৃত ৫

নিজস্ব প্রতিবেদন: প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তানের মসজিদ। শুক্রবার দুপুরে বালুচিস্তানের মসজিদের বিস্ফোরণের জেরে আহতের সংখ্যায় ১৫। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ জন।  

বালুচিস্তানের রাজনীতি কোয়াটার কাছে কুচলাককের একটি মসজিদে আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। কোয়েটা পুলিসের প্রধান আবদুল রজ্জাক চিমা জানিয়েছেন, টাইম বোমা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। মসজিদে একটি কাঠের চেয়ারে লাগানো হয়েছিল বোমাটি। 

বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম ১৫জনের চিকিত্সা চলছে হাসপাতালে। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে চালানো হয় তল্লাশি। বলে রাখি, কোয়াটা বালুচিস্তানের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। বালুচিস্তানে স্বাধীনতার দাবি উঠেছে।

খনিজ ও গ্যাসের ভাণ্ডার বালুচিস্তান। চিন-পাকিস্তান ইকোনমিক করিডরের অন্যতম কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবি করে আসছে বালুচিস্তান। গত জুলাইয়ে কোয়েটা পুলিস স্টেশনের কাছে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৫ জনের।  

আরও পড়ুন- হিন্দু বিদ্বেষী মন্তব্য করায় জাকির নাইককে জেরা করবে মালয়েশিয়া পুলিস

.