হিন্দু বিদ্বেষী মন্তব্য করায় জাকির নাইককে জেরা করবে মালয়েশিয়া পুলিস

জাকিরের ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশের একাধিক মহল। তার জেরেই পুলিস জেরা করবে জাকিরকে

Updated By: Aug 16, 2019, 02:20 PM IST
হিন্দু বিদ্বেষী মন্তব্য করায় জাকির নাইককে জেরা করবে মালয়েশিয়া পুলিস

নিজস্ব প্রতিবেদন: জাতি বিদ্বেষমূলক মন্তব্য করায় জাকির নাইককে জেরা করবে মালয়েশিয়া সরকার।

সম্প্রতি জাকিরের কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে চাপে পড়ে গিয়েছে সে দেশের সরকার। জাকিরের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে তাঁকে দেশ থেকে তাড়ানোর দাবি করেছেন সে দেশের এক মন্ত্রী থেকে শুরু করে কয়েকটি সংগঠন।

আরও পড়ুন-নিত্যযাত্রীদের জন্য সুখবর, লম্বা হচ্ছে শিয়ালদা ৪এ প্ল্যাটফর্ম, বাড়ছে ১২ কোচের ট্রেন

কী বলেছেন জাকির নাইক? বুধবার নাইক বলেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের তুলনায় মালয়েশিয়ার হিন্দুরা ১০০ শতাংশ বেশি অধিকার ভোগ করে থাকেন। পাশাপাশি কোটা বারুতে এক সভায় তিনি আরও বলেন, মালয়েশিয়ার হিন্দুরা ডা. মাহাথির মহম্মদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বেশি অনুগত।

জাকিরের ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশের একাধিক মহল। তার জেরেই পুলিস জেরা করবে জাকিরকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদিন ইয়াসিন সংবাদমাধ্যমে বলেন, জাতি বিদ্বেষমূলক মন্তব্য ও মিথ্যে খবর ছড়ানোর জন্য জাকির নাইককে জেরা করবে পুলিস।

মুহিদিন আরও বলেন, ‘দেশের শান্তি ও সম্প্রীতিতে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে যে কোনও ব্যবস্থা নিতে আমার দফতর পিছপা হবে না।’ অন্যদিকে, জাকির নাইকের মুখপাত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, মন্ত্রী বিষয়টি নিয়ে কী বলেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। মালয়েশিয়ায় জাতিগত বিষয়টি অত্যন্ত সংবেদনশীল জায়গা।

আরও পড়ুন-দিদিকে বলো-র প্রথম রিপোর্ট কার্ডেই 'লাল দাগ', 'ফাঁকিবাজ'দের দেওয়া হল কড়া নির্দেশ

উল্লেখ্য, মালয়েশিয়ায় ৬০ শতাংশ মানুষ মালয়েশিয়া, বাকিরা চিনা ও ভারতীয় হিন্দু। এরকম এক জনবিন্যাসের দেশে ওই মন্তব্য করে দেশের আলোড়ন ফেলে দিয়েছেন জাকির নাইক। তবে গোটা বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

মালয়েশিয়ার সংবাদসংস্থা বারনামা জানিয়েছে, প্রধানমন্ত্রী মাহাফির মহাম্মদ বিতর্কিত ওই ইসলাম প্রচারককে দেশে ফেরানো হবে না। সেখানে তাঁর গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে। ভারত ছাড়া অন্য কোনও দেশ যদি তাঁকে আশ্রয় দিতে চায় তাহলে ভালো।

.