বিমানে-বিমানে ধাক্কা, জ্বলল আগুনের ফুলকি, এরপর...
শুক্রবার। সন্ধে ৬টা ১৯। টর্নেটোর পিয়ারসন বিমানবন্দরে হঠাতই সানউইং এয়ারলাইন্স এবং ওয়েস্টজেট এয়ারলাইন্সের মধ্যে ধাক্কা লাগে। অবতরণের পর ওয়েস্টজেট এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ পার্কিং করার সময়েই এই বিপত্তি ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদন: দুটি বিমানে সংঘর্ষ। ঘষা লেগেই আগুনের ফুলকি। যদিও বিপদ হাতের বাইরে যাবার আগেই সামলে নিয়েছেন দমকল কর্মীরা। অল্পের জোরে প্রাণটুকু রক্ষা পেয়ে যায় ১৬৮ জন যাত্রী এবং ৬ বিমান কর্মীর।
ঘটনাটি ঠিক কী হয়েছিল?
আরও পড়ুন- সন্ত্রাস দমনে পাকিস্তানের দিকেই শুধু আঙুল কেন, প্রশ্ন চিনের
শুক্রবার। সন্ধে ৬টা ১৯। টর্নেটোর পিয়ারসন বিমানবন্দরে হঠাতই সানউইং এয়ারলাইন্স এবং ওয়েস্টজেট এয়ারলাইন্সের মধ্যে ধাক্কা লাগে। অবতরণের পর ওয়েস্টজেট এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ পার্কিং করার সময়েই এই বিপত্তি ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বিমানের পিছনের দিকে আগুনের ফুলকি দেখা যায়। চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। যদিও তত্ক্ষণাত্ সেই আগুন নিভিয়েও দেয় দমকল কর্মীরা।
আরও পড়ুন- বিমানের শৌচালয় থেকে উদ্ধার সদ্যোজাতর মৃতদেহ
অন্যদিকে সানউইং বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সে সময় তাদের কোনও যাত্রী ছিল না।