Comet C/2017 K2: পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু আছড়ে পড়বে চাঁদে? মহাকাশে চাঞ্চল্য...

এটা পৃথিবীর সাপেক্ষে অনেকটাই কাছাকাছি চলে এসেছে। মাত্র ২৭০ মিলিয়ন কিলোমিটার দূরে।

Updated By: Jul 6, 2022, 03:44 PM IST
Comet C/2017 K2: পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু আছড়ে পড়বে চাঁদে? মহাকাশে চাঞ্চল্য...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধেয়ে আসছে পৃথিবীর দিকেই, তবে পরে তা ছুটবে চাঁদের দিকে।

এক দৈত্যাকার ধূমকেতু, নাম যার C/2017 K2। সে প্রচণ্ড গতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে। এই নয় যে, ধূমকেতুটি সম্বন্ধে এখনই সদ্য জানা গেল। ২০১৭ সালেই এর সম্বন্ধে প্রথম জানা গিয়েছিল। কিন্তু আগামি ১৪ জুলাই এটি পৃথিবীর দিকে আসছে। এটি আবিষ্কার করেছিল নাসার হাবল স্পেস টেলিস্কোপ। ২০১৭ সালে এটি যখন টেলিস্কোপে ধরা পড়েছিল তখন এটির অবস্থান ছিল শনি ও ইউরেনাসের মাঝামাঝি।

তবে এখন এটা পৃথিবীর সাপেক্ষে অনেকটাই কাছাকাছি চলে এসেছে। মাত্র ২৭০ মিলিয়ন কিলোমিটার দূরে। যদিও এখনও পৃথিবীর পক্ষে তেমন ভীতিপ্রদ হয়ে ওঠেনি এটি। তবে, এটুকু জানা গিয়েছে, এটি পরে চাঁদের দিকে ঘুরে যাবে। তবে সবই আপাতত অনুমান। 

কিন্তু ধূমকেতু আসে কোথা থেকে?

আমাদের মহাকাশে 'উর্ট ক্লাউড' বলে একটি অঞ্চল আছে। যেটি ধূমকেতুর উৎসস্থল। এই উর্ট ক্লাউড থেকে মাঝে মাঝেই এরকম উল্কা-জাতীয় বস্তু বেরিয়ে আসে। প্রসঙ্গত, C/2014 UN271 নামের আর একটি দৈত্যাকার ধূমকেতু উর্ট ক্লাউড থেকে পৃথিবী ও আমাদের আন্তঃসৌরজগতের দিকে ধেয়ে আসছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: China: গম, তরমুজ দিন, নিজের ফ্ল্যাট নিন! নতুন নীতি চিনে....

.