বাতিল উপকূলরক্ষী বাহিনীর বৈঠক, কুলভুষণ ইস্যুতে ইসলামাবাদের উপর চাপ বাড়াচ্ছে নয়াদিল্লি

কুলভুষণ ইস্যুতে ইসলামাবাদের উপর চাপ বাড়াচ্ছে নয়াদিল্লি। বাতিল করে দেওয়া হল দুদেশের উপকূল রক্ষী বাহিনীর বৈঠক।  আগামিকালই পাক প্রতিনিধিদের এদেশে আসার  কথা ছিল। কিন্তু সেই ছাড়পত্রই দেয়নি প্রতিরক্ষা মন্ত্রক। খবর উপকূলরক্ষী বাহিনী সূত্রে।  

Updated By: Apr 15, 2017, 03:00 PM IST
বাতিল উপকূলরক্ষী বাহিনীর বৈঠক, কুলভুষণ ইস্যুতে ইসলামাবাদের উপর চাপ বাড়াচ্ছে নয়াদিল্লি

ওয়েব ডেস্ক : কুলভুষণ ইস্যুতে ইসলামাবাদের উপর চাপ বাড়াচ্ছে নয়াদিল্লি। বাতিল করে দেওয়া হল দুদেশের উপকূল রক্ষী বাহিনীর বৈঠক।  আগামিকালই পাক প্রতিনিধিদের এদেশে আসার  কথা ছিল। কিন্তু সেই ছাড়পত্রই দেয়নি প্রতিরক্ষা মন্ত্রক। খবর উপকূলরক্ষী বাহিনী সূত্রে।  

তল্লাসি-উদ্ধার অভিযান ও আরব সাগরে মাছ ধরতে যাওয়া মত্স্যজীবী  নিয়ে দুদেশের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের নির্দেশের পর যে কোনও বৈঠকই সম্ভব নয়, স্পষ্ট করে বুঝিয়ে দিল নয়াদিল্লি। তবে নিজেদের অবস্থানে অনড় পাকিস্তানও। তাদের দাবি, পাক অধিকৃত কাশ্মীর থেকে আরও তিন RAW এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, চিন-পাকিস্তান ইকনমিক করিডরে নাশকতার ছক করেছিল তাঁরা।

আরও পড়ুন, কুলভূষণের হয়ে মামলা লড়লেই শাস্তি; লাহোর হাইকোর্টের আইনজীবীদের হুঁশিয়ারি বার অ্যাসোসিয়েশনের

.