আলাস্কায় আতঙ্ক! তীব্র ভূমিকম্পে ইঙ্গিত মহাপ্রলয়ের!

ভয়াবহ ভূমিকম্প আলাস্কায়। 

Updated By: Oct 20, 2020, 12:26 PM IST
আলাস্কায় আতঙ্ক! তীব্র ভূমিকম্পে ইঙ্গিত মহাপ্রলয়ের!

নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ ভূমিকম্পের কবলে আলাস্কা। কম্পনের সেখানকার মানুষের মনে জেরে জেঁকে বসেছে সুনামি-আতঙ্কও। মার্কিন এজেন্সির সূত্রে জানা গিয়েছে, সোমবার আলাস্কায় যে কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৫। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করার কাজও। সুনামি-আশঙ্কায় দ্বীপপুঞ্জের ঘনবসতিপূর্ণ জায়গাগুলি খালি করতেও শুরু করে দেয় প্রশাসন।  

জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের ৬০ মাইল দূরত্বে ঢেউ উঠেছে দু'ফুট পর্যন্ত। 'আলাস্কা অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন' বলছে, ভূমিকম্পটি ভূস্তর থেকে ২৫ মাইল নীচে তৈরি হয়েছে। বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, আলাস্কার উত্তর-পূর্ব দিকে একশো কিলোমিটার পর্যন্ত 'সুনামি রিস্ক জোন'। ভূমিকম্পের তীব্রতা সাংঘাতিক হলেও এখনও পর্যন্ত আলাস্কায় ক্ষয়ক্ষতির খবর তেমন পাওয়া যায়নি।

১৯৬৪ সালে ৯.২ তীব্রতার ভূমিকম্প দেখেছিল উত্তর আমেরিকা। এমনিতে এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ বলেই বরাবর পরিচিত।

আরও পড়ুন: মমতাকে পুজোয় শাড়ি দিলেন হাসিনা

.