ট্রাম্পের সিদ্ধান্তে বিক্ষোভ জন এফ কেনেডি বিমানবন্দরে, পাল্টা হুঁশিয়ারি ইরানের

চব্বিশ ঘণ্টাও পেরোয়নি। ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষোভ আছড়ে পড়ল  নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে । মার্কিন গ্রিন কার্ড থাকা সত্বেও বহু শরণার্থীকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। বিমান বন্দরের বাইরেও বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

Updated By: Jan 29, 2017, 09:10 AM IST
ট্রাম্পের সিদ্ধান্তে বিক্ষোভ জন এফ কেনেডি বিমানবন্দরে, পাল্টা হুঁশিয়ারি ইরানের

ওয়েব ডেস্ক : চব্বিশ ঘণ্টাও পেরোয়নি। ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষোভ আছড়ে পড়ল  নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে । মার্কিন গ্রিন কার্ড থাকা সত্বেও বহু শরণার্থীকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। বিমান বন্দরের বাইরেও বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

ট্রাম্পের নির্দেশ জারি হওয়ার আগেই যাঁরা ঘর ছেড়ে আমেরিকার উদ্দেশে রওনা হয়েছিলেন ট্রাম্পের নির্দেশে  যথেষ্টই সমস্যায় পড়েছেন তারা।  গতকালই এমন বহু শরণার্থীকে বিমানবন্দরে আটক করা হয়।  ট্রাম্পের সিদ্ধান্ত বিশ্বজুড়ে তৈরি হওয়া শরণার্থী সমস্যাকে আরও ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ধরনের নির্দেশ কার্যকরী করা হলে, ইরানেও কোনও মার্কিন নাগরিককে ঢুকতে দেওয়া হবে না। ইরান, ইরাক, সিরিয়া, সুদান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া এই সাত মুসলিম প্রধান দেশের ওপরেই নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প।

আরও পড়ুন, ট্রাম্পের ঘোষণায় 'হতাশ' মালালা, সমালোচনায় জুকেরবার্গও

.