আচমকাই টুইটারে সবাইকে আনফলো করে ব্যাপক ট্রোল্ড ইমরান খান

অনেকেই অবশ্য জেমাইমাকে আনফলো করার বিষয়টিতেই বেশি অবাক

Updated By: Dec 8, 2020, 08:44 PM IST
আচমকাই টুইটারে সবাইকে আনফলো করে ব্যাপক ট্রোল্ড ইমরান খান

নিজস্ব প্রতিবেদন: আচমকাই এক কাণ্ড করে বসলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের টুইটার হ্যান্ডেলে সবাইকে আনফলো করে দিলেন। আর যায় কোথায়! ট্রোলের বন্যা বয়ে গেল নেট দুনিয়ায়। কিন্তু কেন এমন কাণ্ড করলেন তা এখনও বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন-সেলিম ভালই বলেছেন..., Mamata-কে বিঁধতে CPM নেতার মন্তব্য ধার দিলীপের 

সোমবার সন্ধেয় দেখা যায় কাউকেই আর ফলো করছেন না ইমরান খান খান। এমনকি তাঁর প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথকেও না। জেমাইমার সঙ্গে বিয়ে ভেঙে নতুন বিয়ে করার পরও টুইটারে তাঁকে ফলো করছিলেন ইমরান। এবার তাও শেষ।

২০১০ সাল থেকে টুইটারের রয়েছেন ইমরান খান। বর্তমানে তাঁর ফলোয়ার ১ কোটি ৩০ লক্ষ। এত ফলোয়ারকে একসঙ্গে আনফলো করে দিলেন পাক প্রধানমন্ত্রী! নেট দুনিয়ায় শুরু হয় সমালোচনা।

আরও পড়ুন-নিহত বিজেপি কর্মী উলেন রায়ের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ আদালতের

এক নেটিজেন লিখেছেন, নওয়াজ শরিফের টুইটার হ্যান্ডেলে গিয়ে ইমরান দেখেছেন তিনি কাউকে ফলো করেন না। সেখান থেকেই শিক্ষা নিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

অনেকেই অবশ্য জেমাইমাকে আনফলো করার বিষয়টিতেই বেশি অবাক। একজন লিখেছেন Bro! ইমরান খান জেমাইমাকেই আনফলো করে দিয়েছেন!

অন্য এক নেটিজেনের প্রতিক্রিয়া, ভাই সব ঠিক আছে, কিন্তু খান সাহেব জেমাইমা কেউ আনফলো করে দিলেন!

.