নিহত বিজেপি কর্মী উলেন রায়ের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ আদালতের
প্রথমবার ময়নাতদন্তে কারচুপির অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
নিজস্ব প্রতিবেদন : নিহত বিজেপি (BJP) কর্মী উলেন রায়ের দেহ পুনরায় ময়নাতদন্ত করতে নির্দেশ দিল জলপাইগুড়ি সিজেএম আদালত। আদালতের নির্দেশে বলা হয়েছে, ৩ চিকিৎসকের উপস্থিততে হবে ময়নাতদন্ত। ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করতে হবে। ময়নাতদন্তের পর সেই রিপোর্ট ১১ ডিসেম্বরের মধ্যে পেশ করতে হবে।
প্রসঙ্গত, প্রথমবার বিজেপি কর্মীর ময়নাতদন্তে কারচুপির অভিযোগ তুলেছে নিহত উলেন রায়ের (Ulen Roy) পরিবার। মৃতের পরিবারের অভিযোগ, তড়িঘড়ি দেহ নিয়ে যেতে চাপ দেওয়া হয় পরিবারকে। ময়নাতদন্ত হয়ে গিয়েছে জানিয়ে পুলিসের তরফে তাঁদের মুচলেকা লিখতে বলা হয়। এমনকি আরও অভিযোগ, মুচলেকায় অজ্ঞাতপরিচয়ের দেহ লিখতে বলা হয়। শেষে সাদা কাগজে পুলিসের লেখা বয়ানেই জোর করে সই করতে হয়েছে তাঁদের। কিন্তু এভাবে উলেন রায়ের দেহ নিতে অস্বীকার করেন নিহত বিজেপি কর্মীর পরিবার। অবশেষে উদ্ভূত পরিস্থিতিতে জলপাইগুড়ি সিজেএম আদালত দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল।
উল্লেখ্য, সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে শিলিগুড়িতে। মৃত্যু হয় উলেন রায় নামে এক বিজেপি কর্মীর। এই ঘটনায় গেরুয়া শিবির সরাসরি পুলিসকে কাঠগড়ায় তুলেছে। পুলিসের ছোড়া গুলিতে ওই কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিজেপি। গতকাল এই ঘটনায় রাজ্যপালের সঙ্গে দেখা করে তদন্তের দাবি জানায় বিজেপি প্রতিনিধি দল। আজ এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
যদিও রাজ্য পুলিসের তরফে টুইট করে স্পষ্ট জানানো হয়েছে যে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী শটগানের গুলিতেই মৃত্যু হয়েছে উলেন রায়ের। পুলিস শটগান ব্যবহার করে না। বিক্ষোভকারীদের মধ্যেই কেউ শটগান এনেছিলেন এবং খুব কাছ থেকেই গুলি ছোঁড়া হয়েছে। পাশাপাশি এদিন রানিগঞ্জের সভা থেকে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর ঘটনায় সরাসরি গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "বিজেপি নিজেরা মিছিল করে নিজেরা লোক মারে। পাবলিসিটি করার জন্য। প্রোপাগান্ডা করার জন্য। বিজেপি ঝড়ের বেগে কুত্সা করে।"
আরও পড়ুন,
আমাদের মধ্যে দুষ্কৃতীরা থাকলে গ্রেফতার করল না কেন? CBI-দাবি করে প্রশ্ন Dilip-র
রানিগঞ্জের সভামঞ্চ থেকে সংবাদমাধ্যমের সম্মান নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী