ইরাকে গাড়িবোমা বিস্ফোরণ, হত ১৮

বাগদাদের দক্ষিণে একটি মসজিদে গাড়ি বোমা ফেটে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে তখন একটি অন্ত্যেষ্টি চলছিল। এই ঘটনায় গুরুতর প্রশ্নের মুখে ইরাকের নিরাপত্তা ব্যবস্থা,যার দায়িত্ব আর কয়েকদিনের মধ্যেই ইরাকিদের কাঁধেই বর্তাবে। বাগদাদের ষাট কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিলা শহরের একটি মসজিদের পার্কিং লটে রাখা ছিল গাড়িটি। বিস্ফোরণের অভিঘাতে ওই মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Updated By: Oct 1, 2011, 11:05 PM IST

বাগদাদের দক্ষিণে একটি মসজিদে গাড়ি বোমা ফেটে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে তখন একটি অন্ত্যেষ্টি চলছিল। এই ঘটনায় গুরুতর প্রশ্নের মুখে ইরাকের নিরাপত্তা ব্যবস্থা,যার দায়িত্ব আর কয়েকদিনের মধ্যেই ইরাকিদের কাঁধেই বর্তাবে। বাগদাদের ষাট কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিলা শহরের একটি মসজিদের পার্কিং লটে রাখা ছিল গাড়িটি। বিস্ফোরণের অভিঘাতে ওই মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের এক বিশিষ্ট ব্যবসায়ীর শেষকৃত্য চলছিল সেসময়। বিস্ফোরণে জখমের সংখ্যা পঞ্চাশের বেশি। কোনও জঙ্গি গোষ্ঠী এখনও এই নাশকতার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তির আল কায়দার দিকে। বিস্ফোরণের পর হিলা শহরের নিরাপত্তা খতিয়ে দেখতে বৈঠক করেছেন প্রাদেশিক পরিষদের সদস্যরা। গত ১৪ সেপ্টেম্বর হিলার কাছেই একটি রেস্তোরাঁর সামনে গাড়িবোমা ফেটে ১৫ জনের মৃত্যু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে পুরোপুরি সরে যাবে বিদেশি সেনা। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার দায়িত্ব থাকবে ইরাকের সেনাবাহিনী এবং পুলিসের কাঁধে।

.