ধুলোয় ঢাকা আকাশে ধুঁকতে ধুঁকতেই বেঁচে থাকে চিনের জিলিন প্রদেশ

Updated By: May 7, 2015, 02:28 PM IST
ধুলোয় ঢাকা আকাশে ধুঁকতে ধুঁকতেই বেঁচে থাকে চিনের জিলিন প্রদেশ

উত্তর চিনের জিলিন প্রদেশে ধুলোঝড়ের প্রভাব। ঝড়ের দাপটে রাজধানী  চাঙচুনের আকাশ ঢেকে যায় ধুলোয়। একটা আস্ত গাছ উপড়ে পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর। ধুলো ঝড়ের দাপটে বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা একধাক্কায় নেমে যায় কমপক্ষে ১০ ডিগ্রি সেলসিয়াস। ঝড়ে দৃশ্যমানতা কমে যায় ৫০০ মিটার। নীল সতর্কতা জারি করেছে জিলিন প্রদেশের আবহওয়া দফতর।

ঝড়, বৃষ্টি, তুষারপাত কিছুই নয়। তাপমাত্রা কমিয়ে দিতে পারে শুধু ধুলো। সেইসঙ্গে জলের অভাব। এর প্রভাবে উত্তর চিনে প্রতি বছর অসুস্থ হয় ৯ থেকে ২০ মিলিয়ন মানুষ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মঙ্গোলিয়ার জিলিন প্রদেশ। প্রবল জলকষ্টে ভোগে দক্ষিণ চিনের হুনান ও হুবেই প্রদেশ। জিনজিয়াং, মঙ্গোলিয়ার অন্তর্বর্তী এলাকা, গানসু ও শাংসি, নিংসিয়া হুই প্রদেশে ক্ষতিগ্রস্ত হন বহু মানুষ।

ধুলোর প্রভাবে হাঁপানির সমস্যায় ভুগতে থাকেন চিনের লক্ষ লক্ষ মানুষ।

 

.