দক্ষিণ কোরিয়ার হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪১

কয়েক সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বসতে চলেছে শীতকালীন অলিম্পিক্সের আসর। আর আগে শুক্রবার সকালের এই ঘটনায় রীতিমতো সাড়া পড়ে গেল।

Updated By: Jan 26, 2018, 02:44 PM IST
দক্ষিণ কোরিয়ার হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪১

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ কোরিয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হল কমপক্ষে ৪১ জনের। অসুস্থ হয়ে পড়েছেন ৮০-র বেশি। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দক্ষিণ কোরিয়া সরকারের পরিসংখ্যান অনুসারে গত ১৫ বছরে এতবড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি সেদেশে।    

কয়েক সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বসতে চলেছে শীতকালীন অলিম্পিক্সের আসর। আর আগে শুক্রবার সকালের এই ঘটনায় রীতিমতো সাড়া পড়ে গেল।

আরও পড়ুন- হোয়াইট হাউস ওড়ানোর ভিডিও প্রকাশ আইএস জঙ্গিগোষ্ঠীর!

সোশাল মিডিয়াতে আগুনের একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা গেছে, আহতদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, আগুন লাগার সময় হাসপাতালে রোগী, চিকিত্সক ও স্বাস্থকর্মী মিলিয়ে ২০০ জন উপস্থিত ছিলেন। হঠাত্ই সেখানে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। বিল্ডিংটিতে ধোঁয়া বেশি থাকায় দমকলকর্মী ও উদ্ধারকারী দলের সদস্যদের উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয়। মৃতদের মধ্যে ৩৯ জন রোগী ও ২ জন নার্স ছিলেন বলে জানা গিয়েছে।

ঘটনার পরই প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন।

.