বৈঠক বাতিলের কারণ জানা আছে মোদীর : নিকি হ্যালে

নিকি হ্যালে বলেন, "(বৈঠক বাতিলের জন্য) যথেষ্ট কারণ রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী সেকথা জানেন। বাকি দুনিয়াও সেই কারণটা খুব দ্রুত জানতে পারবে।

Updated By: Jun 28, 2018, 09:01 PM IST
বৈঠক বাতিলের কারণ জানা আছে মোদীর : নিকি হ্যালে

নিজস্ব প্রতিবেদন: প্রথম ভারত-মার্কিন ২+২ বৈঠক কেন ভেস্তে গিয়েছে তা 'খুব ভাল করেই জানেন' প্রধানমন্ত্রী মোদী। এনডিটিভ-তে দেওয়া এক সাক্ষাত্কারে বৃহস্পতিবার এমনটাই জানালেন রাষ্ট্রসঙ্ঘে মার্কিন দূত নিকি হ্যালে। জুলাইয়ের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠকের কথা ছিল ভারতের বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রীর। কিন্তু, বৃহস্পতিবারই হোয়াইট হাউজের তরফে বিবৃতি জারি করে এই বৈঠক বাতিল করা হয়।

বৈঠক বাতিল প্রসঙ্গে প্রশ্ন করা হলে এদিন নিকি হ্যালে বলেন, "(বৈঠক বাতিলের জন্য) যথেষ্ট কারণ রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী সেকথা জানেন। বাকি দুনিয়াও সেই কারণটা খুব দ্রুত জানতে পারবে। তবে এক্ষেত্রে ভারতের কিছুই করার নেই"। তবে এই বৈঠক বাতিলের সিদ্ধান্ত কোনওভাবেই ভারত-মার্কিন সম্পর্কে ছায়া ফেলবে না বলেও জানিয়েছেন এই শীর্ষ কূটনীতিক। আরও পড়ুন-"ওরা আমাদের পণ্যে ১০০% কর বসায়", ট্রাম্পের নিশানায় ভারত

এদিন তেল আমদানির ক্ষেত্রে ইরান থেকে ভারতকে দূরে থাকার বার্তাই দিয়েছেন ট্রাম্প প্রশাসনের অতিগুরুত্বপূর্ণ এই আমলা। তাঁর কথায়, "আমরা কার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রেখে চলব সেটা ভাল করে বিবেচনা করা উচিত। আমার ধারণা, বন্ধু রাষ্ট্র হিসাবে ভারতও নিশ্চয় বুঝবে যে এই দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করা উচিত কি না...আমেরিকা মনে করে ইরানের জন্য বিপদ বাড়তে পারে, আশা করি বাকিরাও এ বিষয়ে একমত হবে"। আরও পড়ুন- দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের বৈঠক বাতিল হোয়াইট হাউজের

.