মিউনিখের হামলাকারী ISIS জঙ্গি নয়, আসলে 'মানসিক রোগগ্রস্থ'
মিউনিখে হামলাকারী যুবকের সঙ্গে কোনও যোগ নেই আইসিসের। তবে গণহত্যার বিষয়ে এক ধরনের উন্মাদনায় ভুগত ওই যুবক। জানাল মিউনিখ পুলিস।
ওয়েব ডেস্ক: মিউনিখে হামলাকারী যুবকের সঙ্গে কোনও যোগ নেই আইসিসের। তবে গণহত্যার বিষয়ে এক ধরনের উন্মাদনায় ভুগত ওই যুবক। জানাল মিউনিখ পুলিস।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই যুবকের নাম আলি ডেভিড সানবোলি। পুলিস জানিয়েছে, মানসিক রোগে ভুগছিল ওই যুবক। ডিপ্রেসেনের ওষুধ খেত সে। ওই যুবকের ঘর তল্লাসি করে বেশ কিছু সংবাদপত্রের কাটিং পেয়েছে পুলিস। পুলিস জানিয়েছে, হামলাকারী যুবকের জন্ম মিউনিখেই। সম্ভবত ফেসবুকে নিজেকে তরুণী হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে বেশ কয়েকজনকে সে আমন্ত্রণ করেছিল ম্যাকডোনাল্ডের ওই রেঁস্তোরায়। নিমন্ত্রিতরা এসে পৌছনোর পরই নাইন এমএম গ্লক পিস্তল নিয়ে হামলা চালায় সে।
আরও পড়ুন-মিউনিখে আত্মঘাতী বন্দুকবাজ; হামলার কারণ অস্পষ্ট
হামলায় মৃত্যু হয়েছে দশ জনের। আহত হয়েছেন কয়েকজন শিশুসহ সাতাশ জন। দুহাজার এগারো সালে নরওয়েতে সাতাত্তর জনকে গুলি চালিয়ে হত্যা করে আন্দ্রে বেহরিং ব্রেইভিক। ব্রেইভিকের সঙ্গে মিউনিখের বন্দুকবাজের স্পষ্ট যোগ খুঁজে পেয়েছে পুলিস। তবে এই যোগাযোগ কী ধরনের তা স্পষ্ট করেনি পুলিস।