ম্যান বুকার পুরস্কারের শেষ দৌড়ে ব্রিটিশ বাঙালি নীল

বুকার পুরস্কারের দৌড়ে প্রথম সারিতে উঠে এল এক বাঙালির নাম। এ বছর ম্যান বুকার পুরস্কারের মনোনয়নের শেষধাপে নাম রয়েছে লেখক নীল মুখার্জির। তাঁর উপন্যাস 'দ্য লাইভস অফ আদার্স' জায়গা করে নিয়েছে শেষ ছ'টি বইয়ের তালিকায়।

Updated By: Sep 11, 2014, 09:36 AM IST
ম্যান বুকার পুরস্কারের শেষ দৌড়ে ব্রিটিশ বাঙালি নীল

লন্ডন: বুকার পুরস্কারের দৌড়ে প্রথম সারিতে উঠে এল এক বাঙালির নাম। এ বছর ম্যান বুকার পুরস্কারের মনোনয়নের শেষধাপে নাম রয়েছে লেখক নীল মুখার্জির। তাঁর উপন্যাস 'দ্য লাইভস অফ আদার্স' জায়গা করে নিয়েছে শেষ ছ'টি বইয়ের তালিকায়।

বর্তমানে ব্রিটিশ নাগরিক নীলের জন্ম কলকাতায়। প্রাথমিক লেখাপড়া ডনবসকো, পার্ক সার্কাস ও পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তার পড়ে উচ্চ শিক্ষা গ্রহণে পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ড। সেখানে পড়াশোনা কড়েন অক্সফোর্ড এবং কেমব্রিজে।

বিশ্বের যে কোনও প্রান্তের ইরেজি ভাষার লেখকরাই এবার থেকে ম্যান বুকার পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন। বুকারের সেই আন্তর্জাতিক হয়ে ওঠার বছরই পুরস্কারের দৌড়ে এগিয়ে গেলেন এক বাঙালি।

.