নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু পরীক্ষা, স্বীকার উত্তর কোরিয়ার

রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের পরমাণু শক্তি পরীক্ষা করল উত্তর কোরিয়া। এই নিয়ে তৃতীয়বার এই পরমাণু শক্তি পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। পারমাণবিক পরীক্ষার জেরে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল ৪.৯ রিখটার স্কেল।

Updated By: Feb 12, 2013, 03:21 PM IST

রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের পরমাণু শক্তি পরীক্ষা করল উত্তর কোরিয়া। এই নিয়ে তৃতীয়বার এই পরমাণু শক্তি পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। পারমাণবিক পরীক্ষার জেরে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল ৪.৯ রিখটার স্কেল।
উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ। তবে প্রত্যাশিতভাবেই সবচেয়ে বড় আক্রমণ শোনা গেল দক্ষিণ কোরিয়ার কাছ থেকে। তাদের অভিযোগ, পিয়ংইয়ং-এর পারমানবিক অস্ত্রে সমৃদ্ধ হয়ে ওঠা অত্যন্ত বিপজ্জনক। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দফতর দেশের সামরিক নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। এব্যাপারে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

.