ভারতীয় সিনেমার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার পাকিস্তানের

আবারও পিছু হঠল পাকিস্তান। আগামী সোমবার থেকে পাকিস্তানে ভারতীয় সিনেমার সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল নওয়াজ শরিফের দেশ। আজ একথা জানিয়ে দিল পাক ফিল্ম এক্সিবিটর অ্যাসোসিয়েশন।

Updated By: Dec 18, 2016, 03:04 PM IST
ভারতীয় সিনেমার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার পাকিস্তানের

ওয়েব ডেস্ক: আবারও পিছু হঠল পাকিস্তান। আগামী সোমবার থেকে পাকিস্তানে ভারতীয় সিনেমার সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল নওয়াজ শরিফের দেশ। আজ একথা জানিয়ে দিল পাক ফিল্ম এক্সিবিটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জোয়ারিশ লাশাইরি।

তবে, পাকিস্তান এই নিষেধাজ্ঞা তুলে নেয়নি, বরং তুলতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বিনোদন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। কারণ, সারা বছরে পাকিস্তানের প্রেক্ষাগৃহ থেকে যে পরিমান অর্থ উপার্জিত হয় তার ৭৫ শতাংশই ভারতীয় সিনেমার প্রদর্শণের ফলে পাওয়া টাকা। উল্লেখ্য, পাকিস্তানই হল ভারতীয় সিনেমার তৃতীয় বৃহত্তম বাজার।

আরও পড়ুন- পাকিস্তান আছে পাকিস্তানেই

প্রসঙ্গত, নিকট অতীতে ভারত-পাকিস্তান সম্পর্কের পারদ ক্রমশ চড়েছে। আর তাতেই ভারতকে 'জব্দ' করতে ভারতীয় সিনেমা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল পাকিস্তানের মাটিতে। আর আজ নিজেদেরই ক্ষতি বৃদ্ধি হওয়ায় সেই সিদ্ধান্ত ছুঁড়ে ফেলে দিতে বাধ্য হল পাকিস্তান।

আরও পড়ুন- সেনা, বায়ুসেনা, আইবি ও র-এর শীর্ষপদে নতুন নিয়োগ

.