Plane crash: উত্তর আফগানিস্তানে ভেঙে পড়ল মস্কো গামী যাত্রীবাহী বিমান, অনেকের মৃত্যুর আশঙ্কা

Plane crash: দুর্ঘটনার পরই জল্পনা তৈরি হয়ে যায় যে বিমানটি ভারতের। এনিয়ে মুখ খুলল অসমারিক বিমান পরিবহন মন্ত্রক

Updated By: Jan 21, 2024, 01:54 PM IST
Plane crash: উত্তর আফগানিস্তানে ভেঙে পড়ল মস্কো গামী যাত্রীবাহী বিমান, অনেকের মৃত্যুর আশঙ্কা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার গভীর রাতে উত্তর আফগানিস্তানে ভেঙ্গে পড়ল মস্কোগামী একটি যাত্রীবাহী বিমান। ওই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে বিভিন্ন সংবাদমাধ্য়মে বলা হচ্ছিল দুর্ঘটনাগ্রস্থ বিমানটি ভারতের। পরে স্পষ্ট হয়ে যায় সেটি ভারতের কোনও বিমান নয়। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিমানটি ভারতের নয়। ভারতের দিকেও আসছিল না। তবে আফগান সরকারের তরফে বলা হয়েছে বিমানটি মরক্কোর।

আরও পড়ুন-সকালে কুয়াশা, বহু জেলায় বৃষ্টির সম্ভাবনা

গতকাল গভীর রাতে বিমানটি ভেঙে পড়ে আফগানিস্তান-চিন-তাজিকিস্তান সীমানা লাগোয়া বদাখশান প্রদেশে। এলাকাটিকে ভাগ করেছে হিন্দুকুশ পর্বতমালা। ওই প্রদেশের প্রধান জাবিউল্লাহ আমিরি সংবাদমাধ্য়মে জানিয়েছেন, একটি বিমান ভেঙে পড়েছে তবে ঠিক কোন জায়াগায় সেটি দুর্ঘটনাগ্রস্থ হয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না। এলাকার মানুষজন সকালে স্থানীয় প্রশাসনকে সকালে খবর দেয়।

এদিকে, বিমানটি ভারতের কিনা এনিয়ে জল্পনা তৈরি হওয়ায় সক্রিয় হয় ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। রবিবার মন্ত্রকের তরফে এক্স হ্য়ান্ডেলে লেখা হয়েছে, আফগানিস্তানে ভেঙেপড়ে বিমানটি ভারতের নয়। ভারতে দিকে সেটি আসছিলও না। এটি মরক্কোর একটি ছোট বিমান। এনিয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.