বাংলাদেশের আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট
বুধবার সন্ধে সাড়ে ৬ নাগাদ হঠাতই প্রকান্ড বিস্ফোরণে কেঁপে ওঠে মহেশখালি এলাকা। সূত্রের খবর ইয়াক-১৩০ মডেলের ওই প্রশিক্ষণ বিমান দুটি বেশ কিছুক্ষণ র্যাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
সংবাদ সংস্থা: মুখোমুখি দুই বিমানের সংঘর্ষ বাংলাদেশের কক্সবাজারে। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, কক্সবাজারের মহেশখালিতে মুখোমুখি সংঘর্ষে দু’টি প্রশিক্ষণ বিমানই ধ্বংস হয়ে গিয়েছে। দুই বিমানে থাকা ৪ পাইলট অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলেও খবর। এখনও পর্যন্ত ঘটনাস্থলে হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন- অপরাধ লুকাতে ১২ বছর ধরে বোবার অভিনয়, সত্যিই কথা বলার ক্ষমতা হারাল খুনি
বুধবার সন্ধে সাড়ে ৬ নাগাদ হঠাতই প্রকান্ড বিস্ফোরণে কেঁপে ওঠে মহেশখালি এলাকা। সূত্রের খবর ইয়াক-১৩০ মডেলের ওই প্রশিক্ষণ বিমান দুটি বেশ কিছুক্ষণ র্যাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আকাশে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা যাচ্ছে। বিধ্বস্ত বিমান দু’টির একটি মহেশখালি এবং অন্যটি কম্পনিয়া পাহাড়ি এলাকায় পড়েছে। মাটিতে আছড়ে পড়ার পরই বিমান দুটিতে আগুন ধরে যায়। অল্পের জন্য রক্ষা পান বিমানের চালকরা।
আরও পড়ুন- নিয়ন্ত্রণরেখার ওপারে ভারতের প্রত্যাঘাত, অস্বীকার করে মুখরক্ষার মরিয়া চেষ্টা পাকিস্তানের
ঘটনাস্থলে পৌঁছন দমকলের আধিকারিকরা। এখন যুদ্ধকালীন তত্পরতায় চলছে আগুন নেভানোর কাজ।