Bangladesh Padma Multipurpose Bridge: বাংলাদেশের স্বপ্নপূরণ! পদ্মা সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী হাসিনা, সরেজমিনে Zee ২৪ ঘণ্টা

২০১১ সালে পদ্মা সেতুর জন্য অর্থ বরাদ্দ করেছিল বিশ্বব্যাঙ্ক। কিন্তু পরে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাঙ্ক অর্থের জোগান বন্ধ করে দেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Bangladesh Sheikh Hasina) ঘোষণা করেন, কারও সাহায্যে নয়, বাংলাদেশ নিজেদের সামর্থ্যেই পদ্মা সেতু নির্মাণ করবে। 

Updated By: Jun 25, 2022, 06:14 PM IST
Bangladesh Padma Multipurpose Bridge: বাংলাদেশের স্বপ্নপূরণ! পদ্মা সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী হাসিনা, সরেজমিনে Zee ২৪ ঘণ্টা

মৈত্রেয়ী ভট্টাচার্য, ঢাকা: শনিবার বহু প্রতীক্ষিত 'পদ্মা মাল্টিপারপাস ব্রিজ'-এর (Padma Multipurpose Bridge) উদ্বেধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Bangladesh Sheikh Hasina)। ব্রিজের উদ্বোধন শেষে উল্টো দিকের জাজিরায় যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাওয়া প্রান্তে প্রথম টোল দেন তিনি। 

রবিবার ভোর থেকে সেতুর উপর দিয়ে শুরু হবে যান চলাচল। যে পথ অতিক্রম করতে ফেরিতে ১০ থেকে ১১ ঘণ্টা সময় লাগত, এখন মাত্র ঘণ্টা খানেক সময়েই সেই দূরত্ব পার করা যাবে। এছাড়া পদ্মা সেতু (Padma Multipurpose Bridge) তৈরির ফলে, ঢাকার সঙ্গে সড়কপথে যুক্ত হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমদ্র বন্দর মঙ্গলা। সড়ক এবং রেলপথে পশ্চিমবঙ্গ থেকে ঢাকা যাওয়ার সময় একধাক্কায় অনেকটা কমে যাবে বলেও কর্তৃপক্ষের দাবি। 

২০১১ সালে পদ্মা সেতুর জন্য অর্থ বরাদ্দ করেছিল বিশ্বব্যাঙ্ক। কিন্তু পরে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাঙ্ক অর্থের জোগান বন্ধ করে দেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Bangladesh Sheikh Hasina) ঘোষণা করেন, কারও সাহায্যে নয়, বাংলাদেশ নিজেদের সামর্থ্যেই পদ্মা সেতু নির্মাণ করবে। ২০১৪ সাল থেকে ৩০ হাজার ১৯৩ কোটি কাটা ব্যয়ে তৈরি হয় এই সেতু।

ফলে বাংলাদেশের মানুষদের কাছে এই পদ্মা সেতু (Padma Multipurpose Bridge) একটা আবেগ। শনিবার এর উদ্বোধন উপলক্ষে সেজে উঠেছে রাজধানী ঢাকা-সহ অন্যান্য শহর। আলোর মালায় মুড়ে ফেলা হয়।

এক নজরে পদ্মা সেতু:

  • ২৫ জুন ২০২২ উদ্বোধন
  • উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতু
  • ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ
  • ১ লক্ষ ৪৬ হাজার মেট্রিক টন স্টিল লেগেছে
  • ৭ ডিসেম্বর ২০১৪ নির্মাণ কাজ শুরু হয়
  • দৈনিক ৭৫ হাজার যান পরিবহনে সক্ষম 
  • জলস্তর থেকে সেতু ১৮ মিটার উচ্চ
  • ইংরেজি এস (S) অক্ষরের মতো আকৃতি 
  • সেতু তৈরিতে মোট খরচ: ৩০ হাজার ১৯৩.৩৯ কোটি 
  • পুরো খরচই বহন করেছে বাংলাদেশ সরকার 
  • ঢাকার সঙ্গে ২১টি জেলার সরাসরি সড়ক যোগাযোগ
  • উপকৃত হবেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ

পদ্মা সেতু (Padma Multipurpose Bridge) নির্মাণে কাজ করেছেন ভারত, চিন, আমেরিকা, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপিন্স, তাইওয়ান, নেপাল এবং দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়াররা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.