মোদীর সঙ্গে বৈঠকের আগে ভারতের দরাজ প্রশংসায় প্রেসিডেন্ট ট্রাম্প

সত্যিকারের বন্ধু ভারত। মোদীর সঙ্গে বৈঠকের আগে ভারতের দরাজ প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ২ দিনের মার্কিন সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে মোদীকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রোটোকল ভেঙে মোদীও এগিয়ে যান জনতার মাঝে। অকাতরে বিলোন অটোগ্রাফ।

Updated By: Jun 25, 2017, 10:59 AM IST
মোদীর সঙ্গে বৈঠকের আগে ভারতের দরাজ প্রশংসায় প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়েব ডেস্ক : সত্যিকারের বন্ধু ভারত। মোদীর সঙ্গে বৈঠকের আগে ভারতের দরাজ প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ২ দিনের মার্কিন সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে মোদীকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রোটোকল ভেঙে মোদীও এগিয়ে যান জনতার মাঝে। অকাতরে বিলোন অটোগ্রাফ।

ভারতীয় সময় মঙ্গলবার রাত ১ টায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন  তিনি। সেই রাতেই সরকারি ডিনার। মোদীর জন্য কূটনৈতিক স্তরে এলাহি আয়োজন করে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সত্যিকারের বন্ধুর সঙ্গে দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় নিয়ে কথা হবে। টুইট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন,  ট্রাম জমানায় প্রথম বিদেশি রাষ্ট্র নেতা হিসেবে সোমবার হোয়াইট হাউসে ডিনারে মোদী

.