চাওয়ালা বলে প্রচার, ভোট ফুরোতেই কোটিপতি ইমরানের দলের সাংসদ!

গুল জাফর রাওয়ালপিন্ডির এক হোটেলে চা বানাতেন বলে প্রচার করা হয়। সেই ছবি প্রকাশও করা হয়

Updated By: Aug 12, 2018, 05:28 PM IST
চাওয়ালা বলে প্রচার, ভোট ফুরোতেই কোটিপতি ইমরানের দলের সাংসদ!

নিজস্ব প্রতিবেদন: ভোটে জেতার পরই আসল চেহারাটা বেরিয়ে পড়ল। চাওয়ালা সাংসদ রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। দলের সাংসদের এমন কেচ্ছায় বেকায়দায় তেহরিক-ই-ইনসাফ পার্টি প্রধান ইমরান খান।

পাকিস্তানে সাধারণ নির্বাচনের সময়ে খাইবার পাখতুনখাওয়ার বাজাউর আসনের প্রার্থী গুল জাফর খানকে চাওয়ালা বলে প্রচার করেছিল পিটিআই। চাওয়ালা হওয়ায় নরেন্দ্র মোদীর মতো গুল জাফর সাড়া ফেলেছিলেন প্রচারে। মানুষ সমর্থনও করেছিল তাকে। কিন্তু ভোট ফুরোতেই বেরিয়ে পড়ল আসল চেহারা। বাধ সাধল পাক নির্বাচন কমিশনে জমা দেওয়া গুল জাফরের আয়ের হিসেব।

আরও পড়ুন-গলায় আটকে কয়েন, চার হাসপাতাল ঘুরে শিশুর চিকিত্সা শেষপর্যন্ত এসএসকেএম-এ

পাকিস্তানের নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনু‌যায়ী গুল জাফরের সম্পত্তির মূল্য ৩ কোটি পাকিস্তানি রুপি। অর্থাৎ চাওয়ালা নয়, গুল জাফর একেবারে কোটিপতি। দেখা ‌যাচ্ছে গুল জাফরের ১ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। ২টি বাড়ি রয়েছে। ১ কোটি ২০ লাখ টাকা দামের জমি রয়েছে। গত এক বছরে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে ১,৮৪,০০০ টাকা।

ইমরানের দলের টিকিট পাওয়ার আগে গুল জাফর রাওয়ালপিন্ডির এক হোটেলে চা বানাতেন বলে প্রচার করা হয়। সেই ছবি প্রকাশও করা হয়। এনিয়ে এখন সমালোচনার ঝড় উঠেছে দেশে। ফলে ইমরানের শপথ নেওয়ার আগে পিটিআইয়ের দিকে আঙুল তুলছে নানা মহল। এমনিতেই পিটিআইয়ের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভি‌যোগ উঠেছে। জাফর নিজে অবশ্য জনিয়েছেন, চা তৈরি তাঁর পেশা। তবে সাংসদ হিসেবে তাঁর প্রধান কাজ হবে এলাকায় শিক্ষার প্রসার ঘটান।

আরও পড়ুন-অত্যন্ত সঙ্কটজনক লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়

উল্লেখ্য, আগামী ১৮ অগাস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ইমরান খান। তার আগেই ১৩ অগাস্ট ন্যাশনাল আসেম্বলির সভা ডেকেছেন প্রেসিডেন্ট মামনুন হোসেন।

প্রসঙ্গত, দেশে মোট ১১৬টি আসন পেয়েছে ইমরান খানের পিটিআই। সরকার গঠন করতে গেলে তাঁকে ‌জোগাড় করতে হবে ১৩৭ সাংসদের সমর্থন। ফলে জোট রাজনীতিতে ‌যেতেই হচ্ছে ইমরানকে। তবে ইমরান ইতিমধ্যেই দাবি করেছেন, পিটিআই ম্যাজিক ফিগার জোগাড় করে ফেলেছে।

.