আমেরিকায় জাতি বিদ্বেষের শিকার এক ভারতীয়, ৫৭ বছরের প্রৌঢ়কে মারধর ২৪ বছরের যুবকের

আমেরিকায় ফের জাতি বিদ্বেষের শিকার হলেন এক ভারতীয়। নিউ জার্সিতে ৫৭ বছরের রোহিত প্যাটেলকে বেধড়ক মারধর করেছে এক মার্কিন যুবক। কিলগো নামে ২৪ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিস। 

Updated By: Jul 7, 2015, 02:25 PM IST
আমেরিকায় জাতি বিদ্বেষের শিকার এক ভারতীয়, ৫৭ বছরের প্রৌঢ়কে মারধর ২৪ বছরের যুবকের
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক: আমেরিকায় ফের জাতি বিদ্বেষের শিকার হলেন এক ভারতীয়। নিউ জার্সিতে ৫৭ বছরের রোহিত প্যাটেলকে বেধড়ক মারধর করেছে এক মার্কিন যুবক। কিলগো নামে ২৪ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিস। 

মার্কিন মুলুকে জাতি বিদ্বেষের শিকার এক ভারতীয় বংশোদ্ভূত প্রৌঢ়। নিউ জার্সির রাস্তায় ৫৭ বছর বয়সের রোহিত প্যাটেলকে বেধড়ক মারধর করে এক যুবক। হামলাকারীর নাম নাইল কিলগোর। রোহিত প্যাটেলের মাথায় আঘাত করা হয়। ভারতীয় বুঝতে পেরেই রোহিত প্যাটেলের ওপর হামলা হয়েছে বলে পুলিসের অনুমান। মারধরে গুরুতর জখম হন রোহিত প্যাটেল। তাঁর কয়েকটি দাঁত ভেঙে গিয়েছে। জখম গভীর হওয়া মুখে ও কপালে সেলাই পড়েছে। হামলার পরই ২৪ বছরের নাইল কিলগোরকে গ্রেফতার করে নিউ জার্সি পুলিস। আদালত নাইলের জামিন মঞ্জুর করেছে। নিউজার্সিতে বেশ কয়েকটি জাতি হামলার পিছনে নাইলের হাত আছে বলে পুলিসের সন্দেহ। হামলাকারির জামিন নিয়ে প্রশ্ন তুলেছে প্যটেল পরিবার।

.