Russia-Ukraine War: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হঠাৎই মার্কিন ফার্স্ট লেডি! কী ব্যাপার?

মার্কিন ফার্স্ট লেডি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের পাশে আছে। ইউক্রেনে রুশ হামলাকে নৃশংস উল্লেখ করে তা বন্ধের আহ্বানও জানান জিল।

Updated By: May 9, 2022, 12:33 PM IST
Russia-Ukraine War: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হঠাৎই মার্কিন ফার্স্ট লেডি! কী ব্যাপার?

নিজস্ব প্রতিবেদন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর করলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। ইউক্রেনের সীমান্তবর্তী শহর উঝহরোদের একটি স্কুলে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার সঙ্গে দেখা করেন তিনি।

যে স্কুলে জেলেনস্কা ও জিল দেখা করেন, সেটিকে বর্তমানে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই দুই ফার্স্ট লেডি স্কুলে বসবাসরত শিশুদের সঙ্গে খেলা করেন। টিস্যু পেপার দিয়ে ভালুকও বানান তাঁরা (প্রসঙ্গত, এই ভালুক স্থানীয় ঐতিহ্যের প্রতীক)। 

মার্কিন ফার্স্ট লেডি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের পাশে আছে। ইউক্রেনে রুশ হামলাকে নৃশংস উল্লেখ করে তা বন্ধের আহ্বানও জানান জিল। জেলেনস্কা বলেন, যুদ্ধের মধ্যে জিলের এই ইউক্রেন সফর এক 'সাহসী পদক্ষেপ'।

আরও পড়ুন: Russia-Ukraine war: রুশ বোমায় ধুলিসাত্ ইউক্রেনের স্কুল, ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.