Russia-Ukraine war: রুশ বোমায় ধুলিসাত্ ইউক্রেনের স্কুল, ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

শনিবার বিকেলের পূর্ব ইউক্রেনের লুহানসেকের ওই স্কুলে বোমাবর্ষণ করে রুশ বিমানবাহিনী

Updated By: May 8, 2022, 05:55 PM IST
Russia-Ukraine war: রুশ বোমায় ধুলিসাত্ ইউক্রেনের স্কুল, ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন: রুশ বোমায় গুঁড়িয়ে গেল পূর্ব ইউক্রেনের একটি স্কুল। ওই স্কুলের বেসমেন্ট আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। প্রশাসনের দাবি, রুশ বোমায় নিহত হয়েছেন অন্তত ৬০ জন।

শনিবার বিকেলের পূর্ব ইউক্রেনের লুহানসেকের ওই স্কুলে বোমাবর্ষণ করে রুশ বিমানবাহিনী। স্কুল ভবনের বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন কমপক্ষে ৯০ জন। রুশ বোমার ভেঙে পড়েছে স্কুল ভবনটি। শহরের গভর্নরের দাবি, রুশ বোমাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ৬০ জন। জোর কদমে চলছে উদ্ধারকাজ।

গভর্নর শেরি গাইদি সেশ্যাল মিডিয়ায় লিখেছেন, বোমা ফেলার সঙ্গে সঙ্গেই গোটা স্কুল ভবনটিতে আগুন লেগে যায়। টানা ৪ ঘণ্টা আগুন জ্বলতে থাকে। এখনও পর্যন্ত ২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।  

আরও পড়ুন-মাঝ সমুদ্রে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি, স্থলভাগ থেকে এখন ঠিক কতটা দূরে? দেখুন অবস্থান

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.