লন্ডনে থিয়েটারের ছাদ ভেঙে আহত ৭৬

Seven people were seriously injured after the ceiling of the Apollo theatre in central London collapsed during a performance. Eyewitnesses described the "chaos and panic" as the theatre "began to crumble down" around them.

Updated By: Dec 20, 2013, 04:24 PM IST

লন্ডনে অ্যাপোলো থিয়েটার হলের ছাদ ধসে আহত হলেন ৭৬ জন দর্শক। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার সময় সেখানে নেক্সাস থিয়েটার দলের একটি নাটক চলছিল। হলের ভেতরে ছিলেন মোট ৭২০ জন দর্শক। হঠাত্‍ই প্রচন্ড শব্দে ছাদের একাংশ ভেঙে পড়ে। কংক্রীটের আঘাতে আহত হন অনেকে। আহতদের মধ্যে ৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার কিছুক্ষণ পরেই থিয়েটারে দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি শুরু হয়ে যায় প্রাণ বাঁচানোর জন্য। থিয়েটারের ছাদের একাংশ ভেঙে পড়ায় ধুলোর মেঘে ভেরে যায় থিয়েটার চত্ত্বর।

দুর্ঘটনার পরে পেক্ষাগৃহের পরের সবকটি শো বাতিল করে দেয় স্থানীয় পুলিস। লন্ডন দমকল বাহিনীর আধিকারিক নিক হার্ডিং জনিয়েছেন, "যখন দুর্ঘটানাটি ঘটে তখন অনেক দর্শক থিয়েটার দেখছিলেন।"

.