রবিবার রাতে দেখা যাবে বছরের প্রথম 'সুপারমুন'
রাতের কালো আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে ভালোবাসেন? ভাল লাগে একদৃষ্টে ঝিকমিক করা তারাদের দিকে তাকিয়ে থাকতে? তাহলে রবিবার, ৩ ডিসেম্বর, রাতের আকাশে আপনার জন্য অপেক্ষা করছে এক চমক। ৩ ডিসেম্বর, রবিবার রাতে দেখা যাবে 'সুপারমুন'। এই 'সুপারমুন' দশা কী?
নিজস্ব প্রতিবেদন : রাতের কালো আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে ভালোবাসেন? ভাল লাগে একদৃষ্টে ঝিকমিক করা তারাদের দিকে তাকিয়ে থাকতে? তাহলে রবিবার, ৩ ডিসেম্বর, রাতের আকাশে আপনার জন্য অপেক্ষা করছে এক চমক। ৩ ডিসেম্বর, রবিবার রাতে দেখা যাবে 'সুপারমুন'। এই 'সুপারমুন' দশা কী?
স্বাভাবিক অবস্থানের তুলনায় রবিবার রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে। ফলে আকারে অনেক বড় দেখাবে। স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে। একইসঙ্গে, চাঁদকে আরও উজ্জ্বল গোলাকার থালার মত দেখতে লাগবে। 'সুপারমুন' দশায় চাঁদের ঔজ্জ্বল্যের পরিমাণ বেড়ে যায় প্রায় ৩০ শতাংশ।
আরও পড়ুন, 'মঙ্গলের মাটি'তে জন্ম নিল পোকা! চাষ-আবাদের অধ্যায় শুরু লালগ্রহে
চলতি বছরে এটাই প্রথম ও শেষ 'সুপারমুন'। এর আগে শেষবার 'সুপারমুন' দেখা গিয়েছিল ২০১৬-র ১২ ডিসেম্বর। তবে রবিবারের পর আগামী বছরের প্রথম দিন ও ৩১ জানুয়ারি ফের 'সুপারমুন' দশা ঘটবে বলে জানিয়েছে নাসা।