তেল ভর্তি ট্রেনের ট্যাঙ্কার বিস্ফোরণ কানাডায়

অপরিশোধিত তেলবাহী চালকহীন ট্রেন লাইনচ্যুত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক জনের। শনিবার ঘটনাটি ঘটেছে কানাডার লেক মেগানটিকে। রেল মুখপাত্র ক্রিস্তোফ জুর্নেতের দাবি, চালক বদলের জন্য পাশের গ্রামে একটি স্টপেজে ট্রেনটি দাঁড় করানো হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে পাহাড়ের ঢাল বেয়ে লেক মেগানটিকের দিকে ট্রেনটি চলতে শুরু করে।

Updated By: Jul 7, 2013, 02:25 PM IST

অপরিশোধিত তেলবাহী চালকহীন ট্রেন লাইনচ্যুত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক জনের। শনিবার ঘটনাটি ঘটেছে কানাডার লেক মেগানটিকে। রেল মুখপাত্র ক্রিস্তোফ জুর্নেতের দাবি, চালক বদলের জন্য পাশের গ্রামে একটি স্টপেজে ট্রেনটি দাঁড় করানো হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে পাহাড়ের ঢাল বেয়ে লেক মেগানটিকের দিকে ট্রেনটি চলতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরে ঢোকার পর দ্রুত গতিতেই চালকহীন ট্রেনটি চলছিল। দমকল আধিকারিকদের মতে, বিস্ফোরণের ফলে শহরের মধ্যবর্তী এলাকায় প্রায় ৩০টি বহুতল সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। পুলিস সূত্রে জানা যাচ্ছে, বিস্ফোরণের জেরে বেশ কিছু ট্যাঙ্কার শহরের মধ্যে এসে পড়ে। দমকল জানিয়েছে, এখনও বেশ কয়েকটি ট্যাঙ্কার বিপজ্জনক অবস্থায় রয়েছে। প্রায় এক হাজার জন স্থানীয় বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণের পর বেশ কয়েক ঘণ্টা কালো ধোঁয়ায় ঢেকে ছিল ল্যাক ম্যাগানটিক শহর।

.