পাকিস্তানকে চাপে ফেলে ট্রাম্পের আমেরিকায় আমন্ত্রিত 'মহান' মোদী
নরেন্দ্র মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ প্রধানমন্ত্রীকে ফোন করেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তখনই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সামরিক এবং অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয়ে কথা হয়।
![পাকিস্তানকে চাপে ফেলে ট্রাম্পের আমেরিকায় আমন্ত্রিত 'মহান' মোদী পাকিস্তানকে চাপে ফেলে ট্রাম্পের আমেরিকায় আমন্ত্রিত 'মহান' মোদী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/25/77018-mt.jpg)
ওয়েব ডেস্ক: নরেন্দ্র মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ প্রধানমন্ত্রীকে ফোন করেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তখনই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সামরিক এবং অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয়ে কথা হয়।
পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে মোদীকে টেলিফোনে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের প্রকৃত বন্ধু ভারত। সামরিক ক্ষেত্রে দিল্লিকে সবরকম সাহায্য করবে হোয়াইট হাউজ। তাঁর শাসনকালে দু দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে বলেও মনে করেন আমেরিকার রিপাবলিক্যান প্রেসিডেন্ট। দক্ষিণ এবং মধ্য এশিয়ার নিরাপত্তা নিয়েও দুজনের কথা হয়। সন্ত্রাসদমনে দিল্লির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে আমেরিকা। প্রধানমন্ত্রীকে এমনই আশ্বাস দিয়েছেন ট্রাম্প, জানিয়েছে হোয়াইট হাউজ।
আরও পড়ুন- ট্রাম্প সমর্থকদের জন্য 'এক্সক্লুসিভ' ডেটিং সাইট
নির্বাচনে জেতার পর যেসব রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন, নরেন্দ্র মোদী ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। পরপর টুইট করে তিনি আশাপ্রকাশ করেন, ট্রাম্প জমানাতে ভারত-মার্কিন সম্পর্ক আরও গভীর হবে। প্রধানমন্ত্রী প্রসঙ্গে ট্রাম্প তাঁর প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, নরেন্দ্র মোদী একজন মহান মানুষ। ভারতের গণতন্ত্রকে আরও মজবুত করতে তাঁর ভূমিকা অনস্বীকার্য।