বিশ্বের সবচেয়ে অলস দেশ কুয়েত, ভারত রয়েছে ৫১-তে

তালিকায় ভারতের স্থান কত? আমাদের দেশের ৩৪ শতাংশ মানুষ সেভাবে শারীরিকভাবে সক্রিয় নন

Updated By: Sep 8, 2018, 04:04 PM IST
বিশ্বের সবচেয়ে অলস দেশ কুয়েত, ভারত রয়েছে ৫১-তে

নিজস্ব প্রতিবেদন: দুনিয়ার কোন দেশের মানুষ কতটা কর্মক্ষম তার একটা চিত্র বেরিয়ে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সমীক্ষায়। সেখানে ভারতের স্থান হয়েছে একশোর পরে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার(হু) ওই সমীক্ষা রির্পোট প্রকাশিত হয়েছে বিশিষ্ট মেডিক্যাল জার্নাল ল্যানসেট-এ। ওই সমীক্ষার রির্পোট অনুযায়ী, উগান্ডা দুনিয়ার সবচেয়ে কর্মঠ দেশ। সেখানকার মাত্র ৫.৫ শতাংশ মানুষ সেরকম কেজো নন। বাকি ৯৪.৫ শতাংশ মানুষই পরিশ্রমী। এখন জানতে ইচ্ছে করবেই দুনিয়ার সবচেয়ে কুঁড়ে দেশ কোনটি। সমীক্ষায় দেখা যাচ্ছে হু-র ওই সমীক্ষা তালিকায় একেবারে শেষ রয়েছে কুয়েত। ওই দেশের ৬৭ শতাংশ মানুষ তেমন কোনও কাজ করতে ইচ্ছুক নন।

আরও পড়ুন-ছিপে উঠল ৬ কিলোর রাঘব বোয়াল

তালিকায় ভারতের স্থান কত? দেখা যাচ্ছে হু-র ওই তালিকায় ১১৭ নম্বরে রয়েছে ভারত। আমাদের দেশের ৩৪ শতাংশ মানুষ সেভাবে শারীরিকভাবে সক্রিয় নন। অর্থাত তাঁরা কুঁড়ে। একইরকমভাবে কুয়েতের মতো কাজ করতে অনিচ্ছুক সৌদি আরব, আমেরিকান সোমায়া, ইরাকের মানুষ। এইসব দেশের অর্ধেক মানুষই কাজ করতে চান না।

আরও পড়ুন-মাঝেরহাট সেতু বিপর্যয়ের জের, রাজ্যে নিষিদ্ধ ২০ চাকার লরি

হু-র ওই সমীক্ষা রির্পোট মোতাবেক ১৬৮টি দেশের মধ্যে ১৫৯ দেশের মেয়েরা পুরুষদের তুলনায় বেশি কর্মক্ষম। মোট ১৯ লাখ মানুষের ওপরে ওই সমীক্ষা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান ১৪৩ নম্বরে, ব্রিটেন রয়েছে ১২৩ নম্বরে, সিঙ্গাপুর রয়েছে ১২৬ নম্বরে। অস্ট্রেলিয়ার স্থান ৯৭ নম্বরে।

.