১৪ দিনের অচলাবস্থা কাটার মুখে মার্কিন যুক্তরাষ্ট্রে

সঙ্কটমোচনের দোরগোড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শাটডাউন যে উঠে যাচ্ছেই এমনটা বলা যাচ্ছে না। ১৪ দিনের অচলাবস্থা কাটাতে সমঝোতার সুর শোনা গিয়েছে ডেমোক্র্যাট, রিপাব্লিকান দুই শিবিরেই । কিন্তু রিপাব্লিকানদের প্রস্তাবে প্রেসিডেন্টের স্বাস্থ্য প্রকল্পে কাটছাঁটের শর্ত রয়েছে। যা এখনও মানতে রাজি নন বারাক ওবামা । এনিয়ে মঙ্গলবার ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি ।  

Updated By: Oct 15, 2013, 11:50 PM IST

সঙ্কটমোচনের দোরগোড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শাটডাউন যে উঠে যাচ্ছেই এমনটা বলা যাচ্ছে না। ১৪ দিনের অচলাবস্থা কাটাতে সমঝোতার সুর শোনা গিয়েছে ডেমোক্র্যাট, রিপাব্লিকান দুই শিবিরেই । কিন্তু রিপাব্লিকানদের প্রস্তাবে প্রেসিডেন্টের স্বাস্থ্য প্রকল্পে কাটছাঁটের শর্ত রয়েছে। যা এখনও মানতে রাজি নন বারাক ওবামা । এনিয়ে মঙ্গলবার ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি ।
 
ঋণের উর্ধ্বসীমা বাড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হাতে সময় আর বেশি নেই। সতেরই অক্টোবরের মধ্যে ঋণের উর্ধবসীমা বৃদ্ধিতে মার্কিন কংগ্রেসের দুই কক্ষের সম্মতি প্রয়োজন। নাহলে ঋণখেলাপি হয়ে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র। মুখ পুড়বে ওবামা প্রশাসনের। উপরন্তু হপ্তা দুয়েক ধরে শাটডাউন চলছে। ফলে কার্যত খাদের কিনারে দাড়িয়ে রয়েছে মার্কিন অর্থনীতি। এমতাবস্থায় সমঝোতায় পৌঁছনোর কথা বলছে দুপক্ষই। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলেও তা একশ শতাংশ নিশ্চিত নয়। শাসক ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকানরা আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছে। কিন্তু হাউস অফ রিপ্রেজেনেটেটিভসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা একটি আলাদা প্রস্তাব দিয়েছে। যাতে ওবামা কেয়ার কাঁটছাট করার কথা বলা হয়েছে। আবার সেনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা একটি প্রস্তাব দিয়েছে যাতে ওবামা কেয়ার প্রকল্পকে পুরোপুরি অটুট রাখা হয়েছে। ফলে দুই শিবিরের তরজার প্রধান কাঁটা রয়েই গেছে। রিপাবলিকানদের প্রস্তাবে সম্মতি জানায়নি ওবামা শিবির। ফলে কোনপথে সমাধান সূত্র মিলবে তা এখনও স্পষ্ট নয়। রণকৌশল স্থির করতে ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট জো বিডেন।

.