হোক না বামন, বন্ধুত্বের উচ্চতা আকাশ ছোঁয়া
মাঝে মাঝে গোঁসা করলেও ছোট্ট ঘোড়াটি যে আদ্যন্তে মানবিক এ কথা মেনে নিচ্ছেন তার সহিস। সময় পেলেই থাম্বেলিনাকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন ক্যানসার হাসপাতালে
নিজস্ব প্রতিবেদন: উচ্চতা দেড় ফুট। এমন ‘বামন’ ঘোড়া কখনও দেখেছেন? নাম থাম্বেলিনা। আদপে দেখে মনে হবে ‘খেলনা ঘোড়া’। তার বয়স ১৭ বছর। থাম্বেলিনা খাটো হলেও একেবারে ভয়ডরহীন। একবার তো র্যাডার নামে এক বড় ঘোড়াকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বসে সে। থাম্বেলিনার সহিস মাইকেল গসেলিং জানান, একটি অনুষ্ঠানে র্যাডারের সামনে উপস্থিত করা হয় তাকে। হঠাত্ নাক উঁচিয়ে এমন ভঙ্গিমা শুরু করল যে সে জায়গা থেকে ভয়ে পগার পাড় র্যাডার। থাম্বেলিনার না-কি এমনই তেজ বলে জানান মাইকেল।
আরও পড়ুন- বৈঠক বাতিল না করে জল মাপছেন ট্রাম্প
মাঝে মাঝে গোঁসা করলেও ছোট্ট ঘোড়াটি যে আদ্যন্তে মানবিক এ কথা মেনে নিচ্ছেন তার সহিস। সময় পেলেই থাম্বেলিনাকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন ক্যানসার হাসপাতালে। সেখানে মারণ রোগে আক্রান্ত কচিকাচাদের সঙ্গে সময় কাটায় সে। তাদের দেখে খুশিতে মন ভরে যায় থাম্বেলিনার। বিশ্বের সবচেয়ে ‘ক্ষুদ্র ঘোড়া’ হিসাবে গিনিস বুকে নামও তুলে ফেলেছে সে।
আরও পড়ুন- ট্রাম্প বৈঠক সফল করতে ফের সাক্ষাত দুই কোরিয়ার
বিশ্বের সবচেয়ে বড় ঘোড়া জেক-র সঙ্গে সাক্ষাত্ হয়েছে থাম্বেলিনার। সে দিন কোনও অভব্য আচারণ করেনি। উপরন্তু অদ্ভূত বন্ধুত্ব তৈরি হয় তাদের। ৬.৯ ফুটের জেক ২০১০ সালে সবচেয়ে লম্বা ঘোড়া হিসাবে গিনিস বুকে নাম তোলে। এখন তারও বয়স ১৭। বেলজিয়ামের এই ঘোড়াকে উইসকনসিনের আস্তাবল থেকে আনা হয় বলে জানান তার সহিস জেরি গিলবার্ট। জেক-র জন্মের সময় ওজন ছিল ১০৮ কিলোগ্রাম। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২০০ কিলোগ্রামে। গিলবার্ট জানিয়েছেন, সে আমাদের পরিবারের সদস্য। তার গায়ে অপরিসীম শক্তি থাকা সত্ত্বেও কোনও দিন তার অপব্যবহার করেনি। উল্টে আদর খেতে খুব ভালবাসে সে।
আরও পড়ুন- গর্ভপাতকে স্বীকৃতি দিল আয়ারল্যান্ডের গণভোট