দাঁড়ানো বাসে ট্যাঙ্কারের ধাক্কা, ডেবরায় মৃত ১২

পুরী বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ১২ জনের। গভীর রাতে পূর্ব মেদিনীপুরের রঘুনাথচক থেকে রওনা হয়েছিল একটি ট্যুরিস্ট বাস।

Updated By: Oct 21, 2011, 12:34 PM IST

পুরী বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ১২ জনের। গভীর রাতে পূর্ব মেদিনীপুরের রঘুনাথচক থেকে রওনা হয়েছিল একটি ট্যুরিস্ট বাস। বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় পৌঁছনোর পর, আষাড়ির কাছে বাসের একটি চাকা ফেটে যায়। রাত দেড়টা নাগাদ বাসটিকে জাতীয় সড়কের ধার করিয়ে টায়ার বদলানোর কাজ চলছিল। সেসময় একটি ট্যাঙ্কার তাতে ধাক্কা মারলে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই ৮ জন বাসযাত্রীর মৃত্যু হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়। পরে মেদিনীপুর হাসপাতালে একজন ও ডেবরা গ্রামীণ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। মৃত ১২ জনের মধ্যে ৮ জন মহিলা। গুরুতর আহতদের মধ্যে ১২ জনকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ৪ জনকে কলকাতায় রেফার করা হয়েছে। বাকি আহত যাত্রীদের ডেবরা গ্রামীণ হাসপাতালে চিকিত্সা চলছে।

.