দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা পুলিসকর্মীর

এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক পুলিসকর্মীর বিরুদ্ধে। বাঁকুড়ার কবরডাঙায় পরিবার নিয়ে থাকত ওই কনস্টেবল। রবিবার বিকেলে দ্বারকেশ্বর নদের ধারে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে সে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।

Updated By: Apr 2, 2012, 09:02 AM IST

এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক পুলিসকর্মীর বিরুদ্ধে। বাঁকুড়ার কবরডাঙায় পরিবার নিয়ে থাকত ওই কনস্টেবল। রবিবার বিকেলে দ্বারকেশ্বর নদের ধারে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে সে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।
ওই বালিকার চিত্কারেই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। বালিকাকে উদ্ধার করেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষ্ণুপুর ফাঁড়িতে কর্মরত ওই কনস্টেবল সে সময় মদ্যপ অবস্থায় ছিলেন। রাতে বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিস ওই কনস্টেবলকে গ্রেফতার করে। ঘটনার তদন্তে সদর থানায় যান জেলার পুলিস সুপার প্রণব কুমার। ওই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বালিকার মেডিক্যাল পরীক্ষাও করানো হচ্ছে।

.