অর্জুন সিংয়ের আন্দোলনে অস্বস্তিতে পড়েছে তৃণমূল

বারাকপুরে অর্জুন সিংয়ের আন্দোলনে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিসের ভূমিকার বিরুদ্ধে আন্দোলনকে ভাল চোখে দেখছে না দল। কমিশারেট ঘেরাও আন্দোলনে দেখা যায়নি দলের রাজ্য বা জেলাস্তরের কোনও নেতাকেই। কেন এভাবে বনধ ডাকা হল তার কৈফিয়তও চাওয়া হতে পারে অর্জুন সিংয়ের কাছে।

Updated By: Jun 5, 2014, 01:35 PM IST

বারাকপুরে অর্জুন সিংয়ের আন্দোলনে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিসের ভূমিকার বিরুদ্ধে আন্দোলনকে ভাল চোখে দেখছে না দল। কমিশারেট ঘেরাও আন্দোলনে দেখা যায়নি দলের রাজ্য বা জেলাস্তরের কোনও নেতাকেই। কেন এভাবে বনধ ডাকা হল তার কৈফিয়তও চাওয়া হতে পারে অর্জুন সিংয়ের কাছে।

দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনেও এমন অভিজ্ঞতা হয়নি। যা এই সরকারের পুলিসের হাতে হয়েছে। বললেন ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক অর্জুন সিং। পুলিসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি জানাবেন।

এদিকে, ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংকে হেনস্থার অভিযোগে সকাল থেকেই উত্তপ্ত ভাটপাড়া ও বারাকপুর। তৃণমূল কর্মীদের বিশাল মিছিল নিয়ে বারাকপুর কমিশারেটে যান অর্জুন সিং। ভাটপাড়া পুর এলাকায় তৃণমূলের ডাকে বারো ঘন্টার বনধ চলছে । আজ সকালেও বেশ কয়েক জায়গায় অবরোধ করেন অর্জুন সিং অনুগামীরা। ভাটপাড়া, জগদ্দল, কাঁকিনাড়া অঞ্চলের বহু দোকান বন্ধ রয়েছে।

বন্ধ রয়েছে ৮৫ নম্বর রুটের বাস। বন্ধ রয়েছে ওই এলাকার ফেরিঘাটগুলিও। বুধবারে বরানগরের টবিন রোড এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিস অর্জুন সিংয়ের গাড়ি আটকায় বলে অভিযোগ। বিধায়ককে হেনস্থারও অভিযোগ উঠেছে। গোটা ঘটনা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান মুখোপাধ্যায়কেও জানাবেন অর্জুন সিং।

.