কিশোরীকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় কাকার হাত কেটে নিল দুষ্কৃতি

কিশোরীকে লাগাতার কুপ্রস্তাব। প্রতিবাদ করায় কাকার হাত কেটে নিল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামের ধামালি পাড়াতে। কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি জাহাঙ্গির আলম। কবজি থেকে তাঁর হাত নেই। তাঁর কাটা হাতটা পড়ে রয়েছে ধামালি পাড়ায়।

Updated By: Jan 27, 2017, 09:57 AM IST
কিশোরীকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় কাকার হাত কেটে নিল দুষ্কৃতি

ওয়েব ডেস্ক: কিশোরীকে লাগাতার কুপ্রস্তাব। প্রতিবাদ করায় কাকার হাত কেটে নিল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামের ধামালি পাড়াতে। কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি জাহাঙ্গির আলম। কবজি থেকে তাঁর হাত নেই। তাঁর কাটা হাতটা পড়ে রয়েছে ধামালি পাড়ায়।

আরও পড়ুন কৃষ্ণসার হত্যা মামলায় যোধপুরের আদালতে আজ হাজিরা দেবেন সলমন খান

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, জাহাঙ্গিরের ভাইঝিকে লাগাতার উত্যক্ত করত মঈনুদ্দিন নামে এক স্থানীয় যুবক। জাহাঙ্গির কয়েকদিন আগে মঈনুদ্দিনকে বকাবকি করে। হাতাহাতিও হয় দুজনের। প্রতিশোধ নিতে তক্কে তক্কে ছিল মঈনুদ্দিন। বৃহস্পতিবার বন্ধুর সঙ্গে বাইকে যাচ্ছিল জাহাঙ্গির। পথে দলবল নিয়ে জাহাঙ্গিরের উপর হামলা চালায় মঈনুদ্দিন।

আরও পড়ুন অস্বাভাবিক মৃত্যু হল জাতীয় স্তরের সাঁতারু তনুকা ধাড়ার

.